ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

মোজাম্মেল শিশির, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার মোক্তারপুরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহ পণ্ড করেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হযরত আলী। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের মণ্টুর ৮ম শ্রেণি পড়ুয়া মেয়েকে হাতিভাঙ্গা গ্রামের মহিশের ছেলে সিহাবের সাথে বাল্যবিবাহর প্রস্তুতি চলছিল। খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগম ঘটনাস্থলে যান। ইউএনও আসার খবর পেয়ে ছেলে পক্ষের লোকজন পালিয়ে যায়। পরে বাল্যবিবাহের ঘটনার সত্যতা মিললে মোক্তারপুর গ্রামের মণ্টুকে দোষী সাব্যস্ত করে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের সদস্য হাসান আলী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার এএসআই মামুন ও দামুড়হুদা উপজেলা সহকারী সার্টিফিকেট অফিসার জিহন আলী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

আপলোড টাইম : ০৮:১৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২

মোজাম্মেল শিশির, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার মোক্তারপুরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহ পণ্ড করেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হযরত আলী। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের মণ্টুর ৮ম শ্রেণি পড়ুয়া মেয়েকে হাতিভাঙ্গা গ্রামের মহিশের ছেলে সিহাবের সাথে বাল্যবিবাহর প্রস্তুতি চলছিল। খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগম ঘটনাস্থলে যান। ইউএনও আসার খবর পেয়ে ছেলে পক্ষের লোকজন পালিয়ে যায়। পরে বাল্যবিবাহের ঘটনার সত্যতা মিললে মোক্তারপুর গ্রামের মণ্টুকে দোষী সাব্যস্ত করে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের সদস্য হাসান আলী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার এএসআই মামুন ও দামুড়হুদা উপজেলা সহকারী সার্টিফিকেট অফিসার জিহন আলী।