ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় গাছ কাটাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৮

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

নিজম্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমির গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের জাহাজপোতা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। আহতরা হলেন- জাহাজপোতা গ্রামের খালপাড়ার মৃত আলেক মণ্ডলের ছেলে আবু তাহের (৪৫), একই পরিবারের আবু তাছের (২৮), মিনাজ উদ্দীনের ছেলে আমজাদ হোসেন (৩২), মোনাজাত হোসেন (৩৫), একই এলাকার মৃত সত্য মণ্ডলের ছেলে মিনাজ উদ্দীন মেনু (৬০), তার তিন ছেলে সাহাবদ্দীন (৪৫), তাহাজ উদ্দীন (৩৮) ও আফাজ উদ্দীন (৩৫)।

জানা যায়, জাহাজপোতা গ্রামের খালের ধারের একটি জমি নিয়ে আবু তাহের ও মিনাজ উদ্দীন মেনুর মধ্যে বিরোধ চলে আসছে। গতকাল দুপুরে আবু তাহের ওই জমির একটি গাছ কেটে নেয়। গাছ কাটার বিষয়টি জানতে পেরে মিনাজ উদ্দীন মেনু সেখানে এলে দুজনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে উভয় পরিবারের সদস্যরা সেখানে এলে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। দুই পরিবারের সদস্যরা একে অপরের অপর লাঠি ও শাবল দিয়ে আক্রমণ করে। এতে উভয় পরিবারের আটজন আহত হয়। পরে পরিবারের সদস্যরা আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক আহতদেরকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। এর মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অপর চারজনকে জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিন ইসলাম জানান, ‘দুপুরে দুই পরিবারের সাত-আটজনকে জরুরি বিভাগে নেওয়া হয়। আহতদের মধ্যে দুজনের মাথায় ও কানের কাছে জখম হয়েছে। অন্যদের শরীরের বিভিন্ন স্থানে নিলা ফোলা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আহতদেরকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে চারজনকে ভর্তি রাখা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘দামুড়হুদা থানাধীন জাহাজপোতা গ্রামে একটি জমি ও জমিতে থাকা গাছ কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে লাঠি-সোটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের সাত-আটজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। তবে এ ঘটনায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় গাছ কাটাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৮

আপলোড টাইম : ০৯:১৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২

নিজম্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমির গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের জাহাজপোতা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। আহতরা হলেন- জাহাজপোতা গ্রামের খালপাড়ার মৃত আলেক মণ্ডলের ছেলে আবু তাহের (৪৫), একই পরিবারের আবু তাছের (২৮), মিনাজ উদ্দীনের ছেলে আমজাদ হোসেন (৩২), মোনাজাত হোসেন (৩৫), একই এলাকার মৃত সত্য মণ্ডলের ছেলে মিনাজ উদ্দীন মেনু (৬০), তার তিন ছেলে সাহাবদ্দীন (৪৫), তাহাজ উদ্দীন (৩৮) ও আফাজ উদ্দীন (৩৫)।

জানা যায়, জাহাজপোতা গ্রামের খালের ধারের একটি জমি নিয়ে আবু তাহের ও মিনাজ উদ্দীন মেনুর মধ্যে বিরোধ চলে আসছে। গতকাল দুপুরে আবু তাহের ওই জমির একটি গাছ কেটে নেয়। গাছ কাটার বিষয়টি জানতে পেরে মিনাজ উদ্দীন মেনু সেখানে এলে দুজনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে উভয় পরিবারের সদস্যরা সেখানে এলে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। দুই পরিবারের সদস্যরা একে অপরের অপর লাঠি ও শাবল দিয়ে আক্রমণ করে। এতে উভয় পরিবারের আটজন আহত হয়। পরে পরিবারের সদস্যরা আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক আহতদেরকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। এর মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অপর চারজনকে জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিন ইসলাম জানান, ‘দুপুরে দুই পরিবারের সাত-আটজনকে জরুরি বিভাগে নেওয়া হয়। আহতদের মধ্যে দুজনের মাথায় ও কানের কাছে জখম হয়েছে। অন্যদের শরীরের বিভিন্ন স্থানে নিলা ফোলা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আহতদেরকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে চারজনকে ভর্তি রাখা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘দামুড়হুদা থানাধীন জাহাজপোতা গ্রামে একটি জমি ও জমিতে থাকা গাছ কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে লাঠি-সোটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের সাত-আটজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। তবে এ ঘটনায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।