ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

দামুড়হুদার বিভিন্ন সড়কে সোলার রোড লাইট চুরি হচ্ছে

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৭:৫৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার বিভিন্ন সড়কে সোলার রোড লাইট ও সোলার বারপোস্ট ব্যাপক হারে চুরি হচ্ছে। ফলে গ্রামগঞ্জসহ সব সড়কে সোলার বাতি দিয়ে আলোকিত করা সরকারি উদ্যোগ ভেস্তে যেতে বসেছে। দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের দর্শনা রেলগেট থেকে লোকনাথপুর পর্যন্ত প্রায় ১০টি এবং পরানপুর থেকে লোকনাথপুর সড়কে প্রায় ৯টি সোলার বারপোস্টসহ সোলার বাতি চুরি হয়ে গেছে। ফলে আবারও এ সড়ক দুটি ভয়ঙ্কর অন্ধকার ও অনিরাপদ হয়ে পড়েছে। অথচ এ সড়কে রাতের বেলা পুলিশের টহল থাকা সত্ত্বেও কিভাবে এসব সোলার সড়ক বাতির পোলগুলো চুরি হচ্ছে, এ প্রশ্ন এলাকাবাসীর। এছাড়া পরানপুর ও লোকনাথপুর সড়কের পাশে গাছ চুরি হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এলাকাবাসী ঈদের আগে এবং পরে যেসব সড়ক সোলার পোলসহ বাতি চুরি হচ্ছে, তার প্রতিকার দাবি করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদার বিভিন্ন সড়কে সোলার রোড লাইট চুরি হচ্ছে

আপলোড টাইম : ০৭:৫৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২

দামুড়হুদা উপজেলার বিভিন্ন সড়কে সোলার রোড লাইট ও সোলার বারপোস্ট ব্যাপক হারে চুরি হচ্ছে। ফলে গ্রামগঞ্জসহ সব সড়কে সোলার বাতি দিয়ে আলোকিত করা সরকারি উদ্যোগ ভেস্তে যেতে বসেছে। দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের দর্শনা রেলগেট থেকে লোকনাথপুর পর্যন্ত প্রায় ১০টি এবং পরানপুর থেকে লোকনাথপুর সড়কে প্রায় ৯টি সোলার বারপোস্টসহ সোলার বাতি চুরি হয়ে গেছে। ফলে আবারও এ সড়ক দুটি ভয়ঙ্কর অন্ধকার ও অনিরাপদ হয়ে পড়েছে। অথচ এ সড়কে রাতের বেলা পুলিশের টহল থাকা সত্ত্বেও কিভাবে এসব সোলার সড়ক বাতির পোলগুলো চুরি হচ্ছে, এ প্রশ্ন এলাকাবাসীর। এছাড়া পরানপুর ও লোকনাথপুর সড়কের পাশে গাছ চুরি হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এলাকাবাসী ঈদের আগে এবং পরে যেসব সড়ক সোলার পোলসহ বাতি চুরি হচ্ছে, তার প্রতিকার দাবি করেছেন।