ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

দামুড়হুদার ডুগডুগি বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রি

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৯:২৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • / ৪৬ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় দুই অসাধু কসাইকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত দুই কসাই হলেন জয়রামপুর নওদাপাড়ার ফজলুল হকের ছেলে খবির উদ্দীন কাজল ও চুয়াডাঙ্গা সদরের শোলমারি গ্রামের খলিল মল্লিকের ছেলে নাসির উদ্দীন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়।

জানা যায়, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের নিকট অসুস্থ গরুর মাংস বিক্রয় হচ্ছে, এমন অভিযোগের প্রেক্ষিতে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ ঘটনাস্থলে গিয়ে সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুসারে ৪৩ ধারার দোষী সাব্যস্ত করে জয়রামপুর নওদাপাড়ার ফজলুল হকের ছেলে খবির উদ্দীন কাজলকে ১৫ হাজার ও জেলা সদরের শোলমারি গ্রামের মুরাদ খলিল মল্লিকের ছেলে নাসিরকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

একই সময় ডুগডুগি বাজারে আনিসুর রহমান ও রিপন কসায়ের দোকানে ডিজিটাল ওজন পরিমাপ যন্ত্র ব্যবহার না করায় দুইজনকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে উপজেলা প্রাণিসম্পদ অফিসার মশিউর রহমানের পরামর্শে অসুস্থ গরুর মাংস ৬ ফুট মাটি গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার এসআই বিল্লাল।

ভ্রাম্যমাণ আদালত শেষে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ বলেন, সকল মাংস বিক্রেতা অবশ্যই মূল্যতালিকা প্রদর্শন করবেন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদার ডুগডুগি বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রি

আপলোড টাইম : ০৯:২৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১

দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় দুই অসাধু কসাইকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত দুই কসাই হলেন জয়রামপুর নওদাপাড়ার ফজলুল হকের ছেলে খবির উদ্দীন কাজল ও চুয়াডাঙ্গা সদরের শোলমারি গ্রামের খলিল মল্লিকের ছেলে নাসির উদ্দীন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়।

জানা যায়, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের নিকট অসুস্থ গরুর মাংস বিক্রয় হচ্ছে, এমন অভিযোগের প্রেক্ষিতে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ ঘটনাস্থলে গিয়ে সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুসারে ৪৩ ধারার দোষী সাব্যস্ত করে জয়রামপুর নওদাপাড়ার ফজলুল হকের ছেলে খবির উদ্দীন কাজলকে ১৫ হাজার ও জেলা সদরের শোলমারি গ্রামের মুরাদ খলিল মল্লিকের ছেলে নাসিরকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

একই সময় ডুগডুগি বাজারে আনিসুর রহমান ও রিপন কসায়ের দোকানে ডিজিটাল ওজন পরিমাপ যন্ত্র ব্যবহার না করায় দুইজনকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে উপজেলা প্রাণিসম্পদ অফিসার মশিউর রহমানের পরামর্শে অসুস্থ গরুর মাংস ৬ ফুট মাটি গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার এসআই বিল্লাল।

ভ্রাম্যমাণ আদালত শেষে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ বলেন, সকল মাংস বিক্রেতা অবশ্যই মূল্যতালিকা প্রদর্শন করবেন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।