ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

দামুড়হুদা ও জীবননগরে সময়ের সমীকরণ-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৪৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে স্বল্প পরিসরে উদ্যাপিত হলো দৈনিক সময়ের সমীকরণ-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল বৃহস্পতিবার পত্রিকার দামুড়হুদা অফিস ও জীবননগর অফিসের আয়োজনে কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।

দামুড়হুদা:
দামুড়হুদায় সময়ের সমীকরণ-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেকে কাটার আয়োজন করা হয়। দামুড়হুদা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের দামুড়হুদা প্রতিনিধি মোজাম্মেল শিশিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা সবসময় বস্তুনিষ্ঠ ও পরিচ্ছন্ন সংবাদ পরিবেশন করে আসছে। এই পত্রিকা পড়তে আমার কাছে খুব ভালো লাগে। আমি পত্রিকার সুন্দর পলচলা ও সমৃদ্ধি কামনা করছি।’ সভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী ও দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী।
দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বলেন, ‘দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় কোনো অশ্লীল বিজ্ঞাপন ছাপা হয় না, যে কারণে বাড়ির মা-বোনেরা এক সঙ্গে এই পত্রিকা পড়তে পারেন। পত্রিকাটি তাদের সততা নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাক এই কামনা করি।’ দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী বলেন, ‘দৈনিক সময়ের সমীকরণ পত্রিকাটি আমার প্রথম থেকেই ভালো লাগে। কারণ পত্রিকাটি সবসময় তথ্যবহুল সংবাদ পরিবেশন করে। এই পত্রিকাটি প্রতিটি মানুষের দৌরগোড়ায় পৌঁছাক এই প্রত্যশা করি।’ আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকবৃন্দ মিলে কেক কেটে পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শমশের আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সাবেক সহসভাপতি হাফিজুর রহমান কাজল, খোলা কাগজের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক শামসুজ্জোহা পলাশ, দৈনিক মাথাভাঙ্গাা পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি মিরাজুল ইসলাম মিরাজ, দামুড়হুদা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক নবচিত্র পত্রিকার প্রতিনিধি এস এম সুজন, দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি রকিবুল হাসান তোতা, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি আরিফুল ইসলাম মিলনসহ একঝাঁক সাংবাদিকবৃন্দ।

জীবননগর:
জীবননগরে সময়ের সমীকরণ পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর অফিসের আয়োজনে জীবননগর প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর ব্যুরো প্রধান জাহিদ বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক, চুয়াডাঙ্গা কোর্ট ইন্সপেক্টর মো. মারুফ হাসান ও জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু।
এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মাজেদুর রহমান লিটন, রমজান আলী, সময়ের সমীকরণ-এর আন্দুলবাড়ীয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম মামুন, হাসাদহ প্রতিনিধি বদরুজ্জামান শ্যামল, মনোহরপুর প্রতিনিধি এ আর ডাবলু, মফিজুল ইসলাম, শাকিল হোসেন, আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সহকারী ব্যুরো প্রধান মিঠুন মাহমুদ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদা ও জীবননগরে সময়ের সমীকরণ-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড টাইম : ০৩:৪৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন:
কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে স্বল্প পরিসরে উদ্যাপিত হলো দৈনিক সময়ের সমীকরণ-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল বৃহস্পতিবার পত্রিকার দামুড়হুদা অফিস ও জীবননগর অফিসের আয়োজনে কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।

দামুড়হুদা:
দামুড়হুদায় সময়ের সমীকরণ-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেকে কাটার আয়োজন করা হয়। দামুড়হুদা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের দামুড়হুদা প্রতিনিধি মোজাম্মেল শিশিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা সবসময় বস্তুনিষ্ঠ ও পরিচ্ছন্ন সংবাদ পরিবেশন করে আসছে। এই পত্রিকা পড়তে আমার কাছে খুব ভালো লাগে। আমি পত্রিকার সুন্দর পলচলা ও সমৃদ্ধি কামনা করছি।’ সভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী ও দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী।
দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বলেন, ‘দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় কোনো অশ্লীল বিজ্ঞাপন ছাপা হয় না, যে কারণে বাড়ির মা-বোনেরা এক সঙ্গে এই পত্রিকা পড়তে পারেন। পত্রিকাটি তাদের সততা নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাক এই কামনা করি।’ দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী বলেন, ‘দৈনিক সময়ের সমীকরণ পত্রিকাটি আমার প্রথম থেকেই ভালো লাগে। কারণ পত্রিকাটি সবসময় তথ্যবহুল সংবাদ পরিবেশন করে। এই পত্রিকাটি প্রতিটি মানুষের দৌরগোড়ায় পৌঁছাক এই প্রত্যশা করি।’ আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকবৃন্দ মিলে কেক কেটে পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শমশের আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সাবেক সহসভাপতি হাফিজুর রহমান কাজল, খোলা কাগজের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক শামসুজ্জোহা পলাশ, দৈনিক মাথাভাঙ্গাা পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি মিরাজুল ইসলাম মিরাজ, দামুড়হুদা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক নবচিত্র পত্রিকার প্রতিনিধি এস এম সুজন, দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি রকিবুল হাসান তোতা, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি আরিফুল ইসলাম মিলনসহ একঝাঁক সাংবাদিকবৃন্দ।

জীবননগর:
জীবননগরে সময়ের সমীকরণ পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর অফিসের আয়োজনে জীবননগর প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর ব্যুরো প্রধান জাহিদ বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক, চুয়াডাঙ্গা কোর্ট ইন্সপেক্টর মো. মারুফ হাসান ও জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু।
এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মাজেদুর রহমান লিটন, রমজান আলী, সময়ের সমীকরণ-এর আন্দুলবাড়ীয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম মামুন, হাসাদহ প্রতিনিধি বদরুজ্জামান শ্যামল, মনোহরপুর প্রতিনিধি এ আর ডাবলু, মফিজুল ইসলাম, শাকিল হোসেন, আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সহকারী ব্যুরো প্রধান মিঠুন মাহমুদ।