ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় রসের ভাড় ভাঙা নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:২৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • / ৪০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় খেজুর রসের ভাড় ভাঙাকে কেন্দ্র করে রিফাত হোসেন (২১) নামের এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে জখম রিফাতের মা জেসমিন খাতুন দামুড়হুদা থানায় একটি লিখিত অভিযোগ করেন। জখম রিফাত হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়ার মৃত ইসলামের ছেলে।

জখম রিফাতের মা ও মামলার দাবী জেসমিন বেগম জানান, গতকাল বিকেলে রিফাত তার কয়েকজন বন্ধুর সঙ্গে ফকিরপাড়ার মাঠের একটি দিঘিতে ছবি তুলতে যায়। মাঠের একটি কাঁঠাল বাগানে পৌঁছালে মোমিন হোসেন (৪০) নামের এক ব্যক্তি ভাঙা ভাড় নিয়ে রিফাত ও তার বন্ধুদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মোমিন হোসেন তার হাতে থাকা একটি দা দিয়ে রিফাতের মাথায় কোপ দেয়। এতে রিফাত গুরুতর জখম হয়। এসময় রিফাতের বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে মোমিন সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সাহায্যে রিফাতের বন্ধুরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসানুজ্জামান জানান, রিফাতের মাথায় ধারালো কিছুর আঘাতে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষ তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ভুক্তভোগী রিফাত হোসেনের পরিবারের পক্ষ থেকে একজনকে আসামি করে থানায় একটি অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় রসের ভাড় ভাঙা নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে জখম

আপলোড টাইম : ০৩:২৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় খেজুর রসের ভাড় ভাঙাকে কেন্দ্র করে রিফাত হোসেন (২১) নামের এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে জখম রিফাতের মা জেসমিন খাতুন দামুড়হুদা থানায় একটি লিখিত অভিযোগ করেন। জখম রিফাত হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়ার মৃত ইসলামের ছেলে।

জখম রিফাতের মা ও মামলার দাবী জেসমিন বেগম জানান, গতকাল বিকেলে রিফাত তার কয়েকজন বন্ধুর সঙ্গে ফকিরপাড়ার মাঠের একটি দিঘিতে ছবি তুলতে যায়। মাঠের একটি কাঁঠাল বাগানে পৌঁছালে মোমিন হোসেন (৪০) নামের এক ব্যক্তি ভাঙা ভাড় নিয়ে রিফাত ও তার বন্ধুদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মোমিন হোসেন তার হাতে থাকা একটি দা দিয়ে রিফাতের মাথায় কোপ দেয়। এতে রিফাত গুরুতর জখম হয়। এসময় রিফাতের বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে মোমিন সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সাহায্যে রিফাতের বন্ধুরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসানুজ্জামান জানান, রিফাতের মাথায় ধারালো কিছুর আঘাতে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষ তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ভুক্তভোগী রিফাত হোসেনের পরিবারের পক্ষ থেকে একজনকে আসামি করে থানায় একটি অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।