ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় যুবলীগের কর্মী সমাবেশে আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার

প্রতিবেদক, দামুড়হুদা
  • আপলোড টাইম : ১০:২০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
  • / ২৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়ছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়। এসময় জুড়ানপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শত শত নেতা-কর্মীদের মিছিল ও শ্লোগানে প্রকম্পিত হয় লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ।

জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি উসমান গনির সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ আজ ডিজিটাল সোনার বাংলায় পরিণত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ মধ্যম-আয়ের দেশ হিসেবেও সারাবিশ্ব থেকে স্বীকৃতিও লাভ করেছে। যুবলীগ আজ সারা দেশের একটি শক্তিশালী সংগঠন। এদেশে এখন উন্নয়নের জোয়ার বইছে, যুবলীগ সকল সময় বাংলাদেশের আপামর জনগণের সাথে ছিলো ও আছে এবং থাকবে। যুবলীগকে নিয়ে কেউ ষড়যন্ত্রে লিপ্ত হলে সেই ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেয়া হবে। আমরা সাধারণ মানুষের সেবাই, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নিজের সম্পতি বিক্রি করে যুবলীগ করছি। কিন্তু একদল স্বার্থবাদী নেতারা সম্পত্তি ক্রয়ের জন্য রাজনীতি করছে। তাঁরা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত। কিন্তু যুবলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাশে গড়ার প্রত্যয়ে ব্যস্ত। 

 যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যদি যুবলীগে এমন কেউ থাকেন যিনি যুবলীগকে বর্তমান সময়ের থেকেও বেশি সুসংগঠিত ও শক্তিশালী করতে পারবেন, তাহলে আমি তাঁর পাশে দাড়াতেও দ্বিধা-বোধ করবো না।’

জুড়ানপুর ইউনিয়ন যুবলীগ নেতা আবু জাহিদের সঞ্চালনায় কর্মী সমাবেশে অতিথি থেকে বক্তব্য দেন- জেলা যুবলীগ সদস্য আজাদ আলী, আবু বক্কর সিদ্দিক আরিফ, আলমগীর আজম খোকা, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা মহসীন, জাহাঙ্গীর, হযরত, জাহিদুল ইসলাম মেম্বর, মালেক ভুইয়া, জাকির হোসেন লাল্টু। এসময় আরও বক্তব্য দেন নতিপোতা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাওসার, যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগ নেতা শহিদুল ইসলাম, নাটুদহ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আনোয়ার, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি, ইউনিয়ন যুবলীগ নেতা ছানোয়ার, যুবলীগ নেতা আবু সাঈদ রতন, জুড়ানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আলি হোসেন।

এসময় আরো উপস্থিত উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আরিফ মোল্লা, রনি আলম, পাপন, সামাদ, শাহিন, আলামিন, সাজ্জাদ, রশিদ, সুরুজ, বকুল, শাকিল, পাপ্পু, আবি সাইদ, ছাত্রলীগ নেতা অলি-ওল্লাহ, সোহেল, হিরণ, শাকিব, চয়ন, সাঈদ, গিয়াসসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় যুবলীগের কর্মী সমাবেশে আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার

আপলোড টাইম : ১০:২০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়ছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়। এসময় জুড়ানপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শত শত নেতা-কর্মীদের মিছিল ও শ্লোগানে প্রকম্পিত হয় লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ।

জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি উসমান গনির সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ আজ ডিজিটাল সোনার বাংলায় পরিণত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ মধ্যম-আয়ের দেশ হিসেবেও সারাবিশ্ব থেকে স্বীকৃতিও লাভ করেছে। যুবলীগ আজ সারা দেশের একটি শক্তিশালী সংগঠন। এদেশে এখন উন্নয়নের জোয়ার বইছে, যুবলীগ সকল সময় বাংলাদেশের আপামর জনগণের সাথে ছিলো ও আছে এবং থাকবে। যুবলীগকে নিয়ে কেউ ষড়যন্ত্রে লিপ্ত হলে সেই ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেয়া হবে। আমরা সাধারণ মানুষের সেবাই, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নিজের সম্পতি বিক্রি করে যুবলীগ করছি। কিন্তু একদল স্বার্থবাদী নেতারা সম্পত্তি ক্রয়ের জন্য রাজনীতি করছে। তাঁরা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত। কিন্তু যুবলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাশে গড়ার প্রত্যয়ে ব্যস্ত। 

 যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যদি যুবলীগে এমন কেউ থাকেন যিনি যুবলীগকে বর্তমান সময়ের থেকেও বেশি সুসংগঠিত ও শক্তিশালী করতে পারবেন, তাহলে আমি তাঁর পাশে দাড়াতেও দ্বিধা-বোধ করবো না।’

জুড়ানপুর ইউনিয়ন যুবলীগ নেতা আবু জাহিদের সঞ্চালনায় কর্মী সমাবেশে অতিথি থেকে বক্তব্য দেন- জেলা যুবলীগ সদস্য আজাদ আলী, আবু বক্কর সিদ্দিক আরিফ, আলমগীর আজম খোকা, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা মহসীন, জাহাঙ্গীর, হযরত, জাহিদুল ইসলাম মেম্বর, মালেক ভুইয়া, জাকির হোসেন লাল্টু। এসময় আরও বক্তব্য দেন নতিপোতা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাওসার, যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগ নেতা শহিদুল ইসলাম, নাটুদহ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আনোয়ার, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি, ইউনিয়ন যুবলীগ নেতা ছানোয়ার, যুবলীগ নেতা আবু সাঈদ রতন, জুড়ানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আলি হোসেন।

এসময় আরো উপস্থিত উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আরিফ মোল্লা, রনি আলম, পাপন, সামাদ, শাহিন, আলামিন, সাজ্জাদ, রশিদ, সুরুজ, বকুল, শাকিল, পাপ্পু, আবি সাইদ, ছাত্রলীগ নেতা অলি-ওল্লাহ, সোহেল, হিরণ, শাকিব, চয়ন, সাঈদ, গিয়াসসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ।