ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় চোরাই ছাগলসহ যুবক আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
  • / ১৮ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদায় চোরাই ছাগলসহ ফারুক হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নাপিতখালি পশ্চিমপাড়া থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় দুজনের নামে মামলা হয়েছে। আটক ফারুক দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের বাসিন্দা। মামলার অপর আসামি হলেন- দামুড়হুদা উপজেলা সদরের দশমীপাড়া আব্দুল গফুরের ছেলে আকালে। তিনি পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, দশমী গ্রামের মো. আবুল কাশেমের ছেলে ডালিম হোসেনের একটি ছাগল গত শুক্রবার বিকেলে চুরি করে নিয়ে যায় চোরেরা। খোঁজাখুঁজির একপর্যায়ে তিনি জানতে পারেন নাপিতখালি পশ্চিমপাড়ার ইস্রাফিল মন্ডলের গোয়ালঘরে একটি চোরাই ছাগল বাঁধা আছে। আর ছাগল চোর সন্দেহে একজনকে গ্রামবাসী আটক করেছে। পরে খবর পেয়ে পুলিশ ছাগল ও ফারুককে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় ডালিম হোসেন বাদী হয়ে থানায় মামলা করনে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, এক ছাগল চোরকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় চোরাই ছাগলসহ যুবক আটক

আপলোড টাইম : ০৫:১১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদায় চোরাই ছাগলসহ ফারুক হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নাপিতখালি পশ্চিমপাড়া থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় দুজনের নামে মামলা হয়েছে। আটক ফারুক দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের বাসিন্দা। মামলার অপর আসামি হলেন- দামুড়হুদা উপজেলা সদরের দশমীপাড়া আব্দুল গফুরের ছেলে আকালে। তিনি পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, দশমী গ্রামের মো. আবুল কাশেমের ছেলে ডালিম হোসেনের একটি ছাগল গত শুক্রবার বিকেলে চুরি করে নিয়ে যায় চোরেরা। খোঁজাখুঁজির একপর্যায়ে তিনি জানতে পারেন নাপিতখালি পশ্চিমপাড়ার ইস্রাফিল মন্ডলের গোয়ালঘরে একটি চোরাই ছাগল বাঁধা আছে। আর ছাগল চোর সন্দেহে একজনকে গ্রামবাসী আটক করেছে। পরে খবর পেয়ে পুলিশ ছাগল ও ফারুককে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় ডালিম হোসেন বাদী হয়ে থানায় মামলা করনে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, এক ছাগল চোরকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।