ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় করোনা টিকা প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে প্রস্তুতি সভা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:০০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

মোজাম্মেল শিশির, দামুড়হুদা:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় করোনার টিকা প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা আক্তারের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, কৃষি অফিসার মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অফিসার আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজর অধ্যক্ষ কামাল উদ্দিন, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আছের আলী, বীর মুক্তিযোদ্ধা তমছের আলী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফর কবির, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, হাউলি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, জেলা পরিষদের সদস্য ও দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, কুড়ুলগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরফরাজ উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগসহ উপজেলা সরকারি দপ্তরের অফিসার ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, দামুড়হুদা উপজেলার প্রতিটি ইউনিয়ন, স্বাস্থ্য কমপ্লেক্সে, উপস্বাস্থ্য কমপ্লেক্স, স্কুল ও কলেজে টিকা দেওয়ার বুথ থেকে টিকা নেওয়া যাবে। এছাড়াও ইটভাটার শ্রমিক, বিভিন্ন মার্কেটের মালিক-কর্মচারি, চুল কারখানার শ্রমিক, হাট-বাজারে চলাচল করা মানুষ ও ভ্যান চালকসহ সকলকে টিকা প্রদান করা হবে। পাসপোর্ট, জন্মনিবন্ধনসহ যেকোনো প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াও সবাই টিকা নিতে পারবেন কিনা, এবিষয়ে সভায় আলোচনা করা হয়।

উল্লেখ্য, সারা দেশে একযোগে এক কোটি টিকা প্রদানের লক্ষ্যে প্রথম ডোজ  গত ২৬ তারিখে প্রদান করা হবে। এরপর আর প্রথম ডোজের টিকা প্রদান করা হবে না। তথ্যসূত্র মতে, দামুড়হুদা উপজেলায় মোট জনসংখ্যার ৩ লক্ষ ৪৭ হাজার মানুষ টিকা নিলে তবেই শতভাগ পূর্ণ হবে। সেই লক্ষে ২৬ তারিখে সকাল ৯টা থেকে শুরু করে দিনব্যাপী ১২ বছর বয়সী কিশোর-কিশোরীদেরও টিকা দেওয়া হবে। ইতঃমধ্যে এই উপজেলার ২ লক্ষ ২৩ হাজার মানুষ টিকা নিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় করোনা টিকা প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে প্রস্তুতি সভা

আপলোড টাইম : ০৪:০০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২

মোজাম্মেল শিশির, দামুড়হুদা:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় করোনার টিকা প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা আক্তারের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, কৃষি অফিসার মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অফিসার আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজর অধ্যক্ষ কামাল উদ্দিন, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আছের আলী, বীর মুক্তিযোদ্ধা তমছের আলী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফর কবির, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, হাউলি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, জেলা পরিষদের সদস্য ও দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, কুড়ুলগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরফরাজ উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগসহ উপজেলা সরকারি দপ্তরের অফিসার ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, দামুড়হুদা উপজেলার প্রতিটি ইউনিয়ন, স্বাস্থ্য কমপ্লেক্সে, উপস্বাস্থ্য কমপ্লেক্স, স্কুল ও কলেজে টিকা দেওয়ার বুথ থেকে টিকা নেওয়া যাবে। এছাড়াও ইটভাটার শ্রমিক, বিভিন্ন মার্কেটের মালিক-কর্মচারি, চুল কারখানার শ্রমিক, হাট-বাজারে চলাচল করা মানুষ ও ভ্যান চালকসহ সকলকে টিকা প্রদান করা হবে। পাসপোর্ট, জন্মনিবন্ধনসহ যেকোনো প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াও সবাই টিকা নিতে পারবেন কিনা, এবিষয়ে সভায় আলোচনা করা হয়।

উল্লেখ্য, সারা দেশে একযোগে এক কোটি টিকা প্রদানের লক্ষ্যে প্রথম ডোজ  গত ২৬ তারিখে প্রদান করা হবে। এরপর আর প্রথম ডোজের টিকা প্রদান করা হবে না। তথ্যসূত্র মতে, দামুড়হুদা উপজেলায় মোট জনসংখ্যার ৩ লক্ষ ৪৭ হাজার মানুষ টিকা নিলে তবেই শতভাগ পূর্ণ হবে। সেই লক্ষে ২৬ তারিখে সকাল ৯টা থেকে শুরু করে দিনব্যাপী ১২ বছর বয়সী কিশোর-কিশোরীদেরও টিকা দেওয়া হবে। ইতঃমধ্যে এই উপজেলার ২ লক্ষ ২৩ হাজার মানুষ টিকা নিয়েছেন।