ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

দর্শনায় ফলচাষীদের সঙ্গে মতবিনিময় সভা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

প্রতিবেদক, হিজলগাড়ী: দর্শনা থানা পুলিশের আয়োজনে ধারাবাহিকভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়িয়াসহ আশপাশে গ্রামের ফল ও অন্যান্য চাষীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতুজ্জামানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পুলিশ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই দেশের সবকিছুই আমাদের সম্পদ। অনেক সময় খবর আসে শত্রুতামূলকভাবে মানুষের ফসল বিনষ্ট করা হয়। চুয়াডাঙ্গা জেলাতে যদি এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়, তবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। একজন কৃষক তার সন্তানের মতো আদর-যত্নে ফসল উৎপাদন করেন। সেই ফসল ব্যক্তিগত স্বার্থে বিনষ্ট করে অপরাধী শান্তিতে থাকবে সেটা হতে পারে না। কৃষকের ফসল বিনষ্টকারীদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।’ এসময় তিনি কৃষকদের যেকোনো সমস্যায় পুলিশি সহযোগিতা নিতে উদ্ধৃত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর, অবসরপ্রাপ্ত শিক্ষক আফছার উদ্দীন, আওয়ালীগ নেতা গিয়াস উদ্দীন, মনিরুজ্জামান, দর্শনা থানার এসআই তারিক, তিতুদহ পুলিশ ফাঁড়ির এএসআই ইদ্রিস ও উত্তমসহ স্থানীয় ফল চাষীবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় ফলচাষীদের সঙ্গে মতবিনিময় সভা

আপলোড টাইম : ০৪:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

প্রতিবেদক, হিজলগাড়ী: দর্শনা থানা পুলিশের আয়োজনে ধারাবাহিকভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়িয়াসহ আশপাশে গ্রামের ফল ও অন্যান্য চাষীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতুজ্জামানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পুলিশ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই দেশের সবকিছুই আমাদের সম্পদ। অনেক সময় খবর আসে শত্রুতামূলকভাবে মানুষের ফসল বিনষ্ট করা হয়। চুয়াডাঙ্গা জেলাতে যদি এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়, তবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। একজন কৃষক তার সন্তানের মতো আদর-যত্নে ফসল উৎপাদন করেন। সেই ফসল ব্যক্তিগত স্বার্থে বিনষ্ট করে অপরাধী শান্তিতে থাকবে সেটা হতে পারে না। কৃষকের ফসল বিনষ্টকারীদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।’ এসময় তিনি কৃষকদের যেকোনো সমস্যায় পুলিশি সহযোগিতা নিতে উদ্ধৃত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর, অবসরপ্রাপ্ত শিক্ষক আফছার উদ্দীন, আওয়ালীগ নেতা গিয়াস উদ্দীন, মনিরুজ্জামান, দর্শনা থানার এসআই তারিক, তিতুদহ পুলিশ ফাঁড়ির এএসআই ইদ্রিস ও উত্তমসহ স্থানীয় ফল চাষীবৃন্দ।