ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

দর্শনায় জমির বিরোধে নারীসহ তিনজনকে পিটিয়ে আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • / ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

দর্শনায় জমি নিয়ে বিরোধের জেরে নারীসহ তিনজনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। আহতরা হলেন- দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের শিশু হাসপাতালপাড়ার হাতেম আলীর ছেলে হাসেম (৫০), তাঁর ছেলে হুসাইন (১৪) ও হাসেমের ভাগ্নি লাভলী খাতুন (৪৫)।

আহত হাসেম বলেন, ‘আমার ভাগ্নি লাভলীর চার কাঠা জমি রয়েছে। এই জমি লাভলীর সৎ ভাই বাদশা দীর্ঘদিন ধরে ভোগ দখলের চেষ্টা করছে। গতকাল সকালে এই জমি নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হলে আমি সেখানে উপস্থিত হয়ে বিরোধ মেটানোর চেষ্টা করি। এসময় বাদশা ও তার বন্ধু সামারুল আমাদেরকে গালমন্দ করতে শুরু করে। নিষেধ করলে তারা দুজন মিলে আমাকে, আমার ছেলে ও আমার ভাগ্নিকে লাঠি ও দায়ের উল্টো পিঠ দিয়ে পিটিয়ে আহত করে। পরে পরিবারের সদস্যরা আমাদের হাসপাতালে নিয়ে আসে।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নারীসহ তিনজনকে পরিবারের সদস্যরা জরুরি বিভাগে নেয়। তাঁদের শরীরে মারধরের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় জমির বিরোধে নারীসহ তিনজনকে পিটিয়ে আহত

আপলোড টাইম : ০৮:১৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক:

দর্শনায় জমি নিয়ে বিরোধের জেরে নারীসহ তিনজনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। আহতরা হলেন- দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের শিশু হাসপাতালপাড়ার হাতেম আলীর ছেলে হাসেম (৫০), তাঁর ছেলে হুসাইন (১৪) ও হাসেমের ভাগ্নি লাভলী খাতুন (৪৫)।

আহত হাসেম বলেন, ‘আমার ভাগ্নি লাভলীর চার কাঠা জমি রয়েছে। এই জমি লাভলীর সৎ ভাই বাদশা দীর্ঘদিন ধরে ভোগ দখলের চেষ্টা করছে। গতকাল সকালে এই জমি নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হলে আমি সেখানে উপস্থিত হয়ে বিরোধ মেটানোর চেষ্টা করি। এসময় বাদশা ও তার বন্ধু সামারুল আমাদেরকে গালমন্দ করতে শুরু করে। নিষেধ করলে তারা দুজন মিলে আমাকে, আমার ছেলে ও আমার ভাগ্নিকে লাঠি ও দায়ের উল্টো পিঠ দিয়ে পিটিয়ে আহত করে। পরে পরিবারের সদস্যরা আমাদের হাসপাতালে নিয়ে আসে।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নারীসহ তিনজনকে পরিবারের সদস্যরা জরুরি বিভাগে নেয়। তাঁদের শরীরে মারধরের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।