ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

দর্শনায় ওয়েভ ফাউন্ডেশনের কর্মী সভা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

দর্শনা অফিস: দর্শনায় ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টার উদ্বোধন এবং কমিউনিটি অর্থায়ন কর্মসূচির-২০২১-২২ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনকারীদের সম্মননা প্রদান উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেল চারটায় দর্শনা ওয়েভ ট্রেড সেন্টার চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ।

তিনি তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেশের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে বহুমাত্রিক কর্মসূচি নিতে হবে। উন্নয়ন বাজেটে অব-কাঠামোর উন্নয়নের পাশাপশি পিছিয়ে পড়া মানুষ গুলোর জন্য বরাদ্ধ রাখতে হবে। পিছনে পড়ে থাকা মানুষদেরকে যদি এগিয়ে না নেওয়া হয় তাহলে দেশকে উন্নয়নশীল দেশে পরিনত করা সম্ভব নয়। বিগত কোভিড-১৯ এর সময় উন্নয়নশীল দেশ গুলো যেখানে অর্থনৈতিক সংকটে পড়ে। সেখানে আমাদের দেশের কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তারা বড় ধরণের সেই সংকট থেকে দেশকে ভাল রাখতে সহায়তা করেছে। ফলে দরিদ্র মানুষ গুলোকে অর্থনৈকিত ভাবে এগিয়ে নিতে পারলে দেশের উন্নয়ন সাধন সম্ভব হবে। দেশে সৎ মানুষের খুব আভাব যদি দুর্নীতি মুক্ত ও সততার সাথে কাজ করা আজ জরুরী প্রয়োজন হয়ে পড়েছে। বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে দেশের যুব সমাজকে দক্ষ কারিগর হিসাবে গড়ে তুলতে হবে। সেখানে সরকারী সহযোগিতার প্রয়োজন রয়েছে।

ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দীন, ঢাকা বিশ^বিদ্যালয়ের জাহেদা আহমদ, ওয়েভ ফাউন্ডেশনের অর্থপরিচালক আমিরুল ইসলাম, কমিউনিটি অর্থায়ন কর্মসূচির পরিচালক কফিল উদ্দীন ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সদস্য শামীম আরা। অনুষ্ঠানের শুরুতেই ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করেন ড. কাজী খলিকুজ্জামান আহমদ। এরপর শুরু হয় কর্মী সভা। কর্মী সভায় কমিনিটি অর্থায়ন কর্মসূচির ২০২১-২২ অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জনকারী ১২ জন কমিনিটি ডেভেলপমেন্ট অফিসার, ৭ জন সহ-প্রোগ্রাম অফিসার, ৪ জন ম্যানেজার, ২ জন এরিয়া ম্যানেজার ও একজন রিজিওনাল ম্যানেজার জিল্লুর রহমানের হাতে ক্রেস্ট ও পুরুস্কার তুলে দেন প্রধান অতিথি ড. কাজী খলিকুজ্জামান আহমদসহ অতিথিরা।

এরপর ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী ড. কাজী খলিকুজ্জামান আহমদকে উত্তরীয় পরিয়ে দেন এবং উপস্থিত অতিথিদের হাতে উপহার তুলে দেন। এরপর ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী উপস্থিত চুয়াডাঙ্গা জেলায় কর্মরত ওয়েভ ফাউন্ডেশনের সকল পর্যায়ের উন্নয়ন কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে আগামীতে লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ভূমিকা প্রতি আহ্বান জানিয়ে সভার কাজ শেষ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুস সালাম, কিতাব আলী, কামরুজ্জামান যুদ্ধ ও নাহিদ ফাতেমা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় ওয়েভ ফাউন্ডেশনের কর্মী সভা অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৮:১৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২

দর্শনা অফিস: দর্শনায় ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টার উদ্বোধন এবং কমিউনিটি অর্থায়ন কর্মসূচির-২০২১-২২ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনকারীদের সম্মননা প্রদান উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেল চারটায় দর্শনা ওয়েভ ট্রেড সেন্টার চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ।

তিনি তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেশের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে বহুমাত্রিক কর্মসূচি নিতে হবে। উন্নয়ন বাজেটে অব-কাঠামোর উন্নয়নের পাশাপশি পিছিয়ে পড়া মানুষ গুলোর জন্য বরাদ্ধ রাখতে হবে। পিছনে পড়ে থাকা মানুষদেরকে যদি এগিয়ে না নেওয়া হয় তাহলে দেশকে উন্নয়নশীল দেশে পরিনত করা সম্ভব নয়। বিগত কোভিড-১৯ এর সময় উন্নয়নশীল দেশ গুলো যেখানে অর্থনৈতিক সংকটে পড়ে। সেখানে আমাদের দেশের কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তারা বড় ধরণের সেই সংকট থেকে দেশকে ভাল রাখতে সহায়তা করেছে। ফলে দরিদ্র মানুষ গুলোকে অর্থনৈকিত ভাবে এগিয়ে নিতে পারলে দেশের উন্নয়ন সাধন সম্ভব হবে। দেশে সৎ মানুষের খুব আভাব যদি দুর্নীতি মুক্ত ও সততার সাথে কাজ করা আজ জরুরী প্রয়োজন হয়ে পড়েছে। বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে দেশের যুব সমাজকে দক্ষ কারিগর হিসাবে গড়ে তুলতে হবে। সেখানে সরকারী সহযোগিতার প্রয়োজন রয়েছে।

ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দীন, ঢাকা বিশ^বিদ্যালয়ের জাহেদা আহমদ, ওয়েভ ফাউন্ডেশনের অর্থপরিচালক আমিরুল ইসলাম, কমিউনিটি অর্থায়ন কর্মসূচির পরিচালক কফিল উদ্দীন ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সদস্য শামীম আরা। অনুষ্ঠানের শুরুতেই ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করেন ড. কাজী খলিকুজ্জামান আহমদ। এরপর শুরু হয় কর্মী সভা। কর্মী সভায় কমিনিটি অর্থায়ন কর্মসূচির ২০২১-২২ অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জনকারী ১২ জন কমিনিটি ডেভেলপমেন্ট অফিসার, ৭ জন সহ-প্রোগ্রাম অফিসার, ৪ জন ম্যানেজার, ২ জন এরিয়া ম্যানেজার ও একজন রিজিওনাল ম্যানেজার জিল্লুর রহমানের হাতে ক্রেস্ট ও পুরুস্কার তুলে দেন প্রধান অতিথি ড. কাজী খলিকুজ্জামান আহমদসহ অতিথিরা।

এরপর ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী ড. কাজী খলিকুজ্জামান আহমদকে উত্তরীয় পরিয়ে দেন এবং উপস্থিত অতিথিদের হাতে উপহার তুলে দেন। এরপর ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী উপস্থিত চুয়াডাঙ্গা জেলায় কর্মরত ওয়েভ ফাউন্ডেশনের সকল পর্যায়ের উন্নয়ন কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে আগামীতে লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ভূমিকা প্রতি আহ্বান জানিয়ে সভার কাজ শেষ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুস সালাম, কিতাব আলী, কামরুজ্জামান যুদ্ধ ও নাহিদ ফাতেমা।