ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

দর্শনার উজলপুরে পবিত্র কুরআন পোড়ানোর অভিযোগে একজন আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৫৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • / ৩০ বার পড়া হয়েছে

দর্শনার উজলপুরে পবিত্র কুরআন পোড়ানোর অভিযোগে একজন আটক

দর্শনা অফিস:
দর্শনার উজলপুর গ্রামে ১৬ দিনের ব্যবধানে দুটি পবিত্র কুরআন পোড়ানোর অভিযোগ উঠেছে আনিছ উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আনিছকে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) আমান উল্লাহ, এসআই আহাম্মদ আলী বিশ্বাস ও এসআই সুজন ঘটনাস্থল পরিদর্শন শেষে তাকে আটক করে থানা হেফাজতে নেন।
সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনার বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামের মৃত রহমান মণ্ডলের ছেলে আনিছ উদ্দিন (৫৫) গ্রামের ছটাংগার মাঠে তার নিজ জমিতে একটি পবিত্র কুরআন শরিফ পোড়ান। এরপর মাঠ থেকে গ্রামে ফিরে তা মানুষের নিকট প্রচার করেন। পরে ঘটনার সত্যতা যাচাইয়ে মাঠে যায় গ্রামের লোকজন। পবিত্র কুরআন পোড়ানোর সত্যতা পেয়ে তারা পুলিশের খবর দিলে দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) আমান উল্লাহ আমান, এসআই আহাম্মদ আলী বিশ্বাস ও এসআই সুজন ঘটনাস্থল পৌঁছে প্রাথমিক তদন্ত শেষে পবিত্র কুরআন পোড়ানোর অপরাধে আনিছ উদ্দিনকে আটক করে দর্শনা থানা হেফাজতে নেন।
উল্লেখ্য, ১২ এপ্রিল আনিছ একটি পবিত্র কুরআন আংশিক পুড়িয়ে গ্রামের আব্দুল করিমের ছেলে নজর আলীর বাড়ির গেটের সামনে রেখে গিয়েছিল। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কুরআনটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়রা জানান, আনিছ উদ্দিন বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনভাবে চলাফেরা করছিল।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (পরিদর্শক, তদন্ত) এস এম আমান উল্লাহ আমান বলেন, ‘পবিত্র কুরআন শরীফ পোড়ানোর অপরাধে ২৯৫ ধারায় মামলা দায়ের করে আসামিকে চুয়াডাঙ্গা জেলহাজতে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনার উজলপুরে পবিত্র কুরআন পোড়ানোর অভিযোগে একজন আটক

আপলোড টাইম : ১২:৫৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

দর্শনা অফিস:
দর্শনার উজলপুর গ্রামে ১৬ দিনের ব্যবধানে দুটি পবিত্র কুরআন পোড়ানোর অভিযোগ উঠেছে আনিছ উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আনিছকে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) আমান উল্লাহ, এসআই আহাম্মদ আলী বিশ্বাস ও এসআই সুজন ঘটনাস্থল পরিদর্শন শেষে তাকে আটক করে থানা হেফাজতে নেন।
সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনার বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামের মৃত রহমান মণ্ডলের ছেলে আনিছ উদ্দিন (৫৫) গ্রামের ছটাংগার মাঠে তার নিজ জমিতে একটি পবিত্র কুরআন শরিফ পোড়ান। এরপর মাঠ থেকে গ্রামে ফিরে তা মানুষের নিকট প্রচার করেন। পরে ঘটনার সত্যতা যাচাইয়ে মাঠে যায় গ্রামের লোকজন। পবিত্র কুরআন পোড়ানোর সত্যতা পেয়ে তারা পুলিশের খবর দিলে দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) আমান উল্লাহ আমান, এসআই আহাম্মদ আলী বিশ্বাস ও এসআই সুজন ঘটনাস্থল পৌঁছে প্রাথমিক তদন্ত শেষে পবিত্র কুরআন পোড়ানোর অপরাধে আনিছ উদ্দিনকে আটক করে দর্শনা থানা হেফাজতে নেন।
উল্লেখ্য, ১২ এপ্রিল আনিছ একটি পবিত্র কুরআন আংশিক পুড়িয়ে গ্রামের আব্দুল করিমের ছেলে নজর আলীর বাড়ির গেটের সামনে রেখে গিয়েছিল। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কুরআনটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়রা জানান, আনিছ উদ্দিন বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনভাবে চলাফেরা করছিল।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (পরিদর্শক, তদন্ত) এস এম আমান উল্লাহ আমান বলেন, ‘পবিত্র কুরআন শরীফ পোড়ানোর অপরাধে ২৯৫ ধারায় মামলা দায়ের করে আসামিকে চুয়াডাঙ্গা জেলহাজতে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।’