ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

দর্শনায় ওয়েভ ফাউন্ডেশনের তিন মাস মেয়াদী কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৫৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৩৫ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
দর্শনায় তিন মাস মেয়াদী ফ্যাশান গার্মেন্টস ও মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। গতকাল বুধবার কোর্সের সমাপনী দিনে ৫০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়। এর পাশাপাশি মোবাইল ফোন সার্ভিসিংয়ের নতুন কোর্সের উদ্বোধন করা হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ও ওয়েভ ফাউন্ডেশন বাস্তবায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং ঝরিংং অমবহপু ভড়ৎ উবাবষড়ঢ়সবহঃ ধহফ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ (ঝউঈ) এর অর্থায়নে ঝশরষষং ভড়ৎ ঊসঢ়ষড়ুসবহঃ ওহাবংঃসবহঃ চৎড়মৎধস (ঝঊওচ) প্রকল্পের আওতায় এই কোর্সের আয়োজন করা হয়।
সনদ বিতরণ ও উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের গভর্নিং বডি ও জেনারেল বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী, বদরুল আলম ফিট্টু, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অ্যাডভাইজার আব্দুশ শুকুর, সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ ও উপ-সমন্বয়কারী নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝঊওচ প্রকল্পের ফোকাল পার্সন আব্দুস সালাম। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে ছিলেন প্রকল্পের জবপ্লেসমেন্ট অফিসার একেএম শফিক আলম সোহান।
স্বাগত বক্তব্যে প্রকল্পের ফোকাল পার্সন আব্দুস সালাম বলেন, এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের যোগ্যতা ও পছন্দের ভিত্তিতে দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করা। জব প্লেসমেন্ট অফিসার বলেন, এখন পর্যন্ত এ প্রকল্পে ১ হাজার ৮৫০ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের প্রায় ৭২ শতাংশ কর্মসংস্থানে যোগ দিয়ে আয়-রোজগার করছে। সনদপ্রাপ্ত প্রশিক্ষণার্থী স্বপন আলী ও রাসেল আহমেদ বলেন, ওয়েভ ফাউন্ডেশনের এ উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আশির্বাদস্বরূপ। বেকারত্ব দূরীকরণে এ ভূমিকা একটি মাইলফলক হয়ে থাকবে। কর্তৃপক্ষ জানায়, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ফ্যাশন গার্মেন্টস কোর্সের নতুন ব্যাচ শুরু হবে। এই কোর্সে এলাকার দরিদ্র বেকার, আদিবাসী, শারীরিক বিশেষভাবে সক্ষম নারীদের প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানানো হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় ওয়েভ ফাউন্ডেশনের তিন মাস মেয়াদী কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

আপলোড টাইম : ০৭:৫৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩

দর্শনা অফিস:
দর্শনায় তিন মাস মেয়াদী ফ্যাশান গার্মেন্টস ও মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। গতকাল বুধবার কোর্সের সমাপনী দিনে ৫০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়। এর পাশাপাশি মোবাইল ফোন সার্ভিসিংয়ের নতুন কোর্সের উদ্বোধন করা হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ও ওয়েভ ফাউন্ডেশন বাস্তবায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং ঝরিংং অমবহপু ভড়ৎ উবাবষড়ঢ়সবহঃ ধহফ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ (ঝউঈ) এর অর্থায়নে ঝশরষষং ভড়ৎ ঊসঢ়ষড়ুসবহঃ ওহাবংঃসবহঃ চৎড়মৎধস (ঝঊওচ) প্রকল্পের আওতায় এই কোর্সের আয়োজন করা হয়।
সনদ বিতরণ ও উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের গভর্নিং বডি ও জেনারেল বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী, বদরুল আলম ফিট্টু, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অ্যাডভাইজার আব্দুশ শুকুর, সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ ও উপ-সমন্বয়কারী নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝঊওচ প্রকল্পের ফোকাল পার্সন আব্দুস সালাম। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে ছিলেন প্রকল্পের জবপ্লেসমেন্ট অফিসার একেএম শফিক আলম সোহান।
স্বাগত বক্তব্যে প্রকল্পের ফোকাল পার্সন আব্দুস সালাম বলেন, এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের যোগ্যতা ও পছন্দের ভিত্তিতে দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করা। জব প্লেসমেন্ট অফিসার বলেন, এখন পর্যন্ত এ প্রকল্পে ১ হাজার ৮৫০ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের প্রায় ৭২ শতাংশ কর্মসংস্থানে যোগ দিয়ে আয়-রোজগার করছে। সনদপ্রাপ্ত প্রশিক্ষণার্থী স্বপন আলী ও রাসেল আহমেদ বলেন, ওয়েভ ফাউন্ডেশনের এ উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আশির্বাদস্বরূপ। বেকারত্ব দূরীকরণে এ ভূমিকা একটি মাইলফলক হয়ে থাকবে। কর্তৃপক্ষ জানায়, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ফ্যাশন গার্মেন্টস কোর্সের নতুন ব্যাচ শুরু হবে। এই কোর্সে এলাকার দরিদ্র বেকার, আদিবাসী, শারীরিক বিশেষভাবে সক্ষম নারীদের প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানানো হয়।