ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

দর্শনায় ইজিবাইক চুরি; চোর আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:১৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • / ২৩ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
দর্শনা রেল বাজার থেকে ইজিবাইক চুরি করে পালানোর কয়েক ঘণ্টার মধ্যেই চুরিকৃতসহ গাড়িসহ হাসান গাজী (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকালে দর্শনা থানা-পুলিশ হাসানকে আটক করে।

জানা গেছে, গতকাল সকাল ৯টার দিকে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশনপাড়ার সুলতানের ছেলে আরিফ তার ইজিবাইক নিয়ে বাজারে যান। তিনি পাইকারি কাঁচা বাজারের গণ সৌচাগারের সামনে ইজিবাইকটি রেখে বাজারের মধ্যে গেলে গাড়িটি চুরি করে পালিয়ে যান হাসান। কিছুক্ষণ পর ইজিবাইক চালক আরিফ ফিরে এসে গাড়ি সেখানে না দেখে খুঁজতে শুরু করেন। তিনি ইজিবাইকটি চুরির বিষয়ে বিভিন্ন চালকদের ও স্ট্যাটারদের মোবাইল ফোনে জানান।

এসময় ইজিবাইক চালকেরা চুরি হওয়া গাড়িটি হিজলগাড়ি অভিমুখে যেতে দেখে। খবর পেয়ে হিজলগাড়ি বাজার মোড়ে পৌঁছানো মাত্রই চুরিকৃত ইজিবাইকটিকে থামানো হয়। এসময় হাসান পালানোর চেষ্টা করলেও স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে খবর পেয়ে স্থানীয় ক্যাম্প পুলিশ হাসানকে থানা হেফাজতে নেয়। তিনি খুলনার আড়মঘাটার সলুয়া বাজার এলাকার আজিজ গাজীর ছেলে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় ইজিবাইক চুরি; চোর আটক

আপলোড টাইম : ০৩:১৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩

দর্শনা অফিস:
দর্শনা রেল বাজার থেকে ইজিবাইক চুরি করে পালানোর কয়েক ঘণ্টার মধ্যেই চুরিকৃতসহ গাড়িসহ হাসান গাজী (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকালে দর্শনা থানা-পুলিশ হাসানকে আটক করে।

জানা গেছে, গতকাল সকাল ৯টার দিকে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশনপাড়ার সুলতানের ছেলে আরিফ তার ইজিবাইক নিয়ে বাজারে যান। তিনি পাইকারি কাঁচা বাজারের গণ সৌচাগারের সামনে ইজিবাইকটি রেখে বাজারের মধ্যে গেলে গাড়িটি চুরি করে পালিয়ে যান হাসান। কিছুক্ষণ পর ইজিবাইক চালক আরিফ ফিরে এসে গাড়ি সেখানে না দেখে খুঁজতে শুরু করেন। তিনি ইজিবাইকটি চুরির বিষয়ে বিভিন্ন চালকদের ও স্ট্যাটারদের মোবাইল ফোনে জানান।

এসময় ইজিবাইক চালকেরা চুরি হওয়া গাড়িটি হিজলগাড়ি অভিমুখে যেতে দেখে। খবর পেয়ে হিজলগাড়ি বাজার মোড়ে পৌঁছানো মাত্রই চুরিকৃত ইজিবাইকটিকে থামানো হয়। এসময় হাসান পালানোর চেষ্টা করলেও স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে খবর পেয়ে স্থানীয় ক্যাম্প পুলিশ হাসানকে থানা হেফাজতে নেয়। তিনি খুলনার আড়মঘাটার সলুয়া বাজার এলাকার আজিজ গাজীর ছেলে।