ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

দর্শনা-মুজিবনগর ডাবল লেন সড়ক নির্মাণকাজে দুর্নীতির অভিযোগ: বালি মাটি ও খোয়া মিশ্রণ; জনসম্মুখে সিলগালা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:

দর্শনা-মুজিবনগর সড়ক নির্মাণকাজে দুর্নীতির অভিযোগ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করেছে দামুড়হুদা উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে দর্শনা-মুজিবনগর সড়ক দর্শনা গোপালখালী ব্রিজ ও মুন ভাটার মাঝামাঝি স্থানের সাববেজ তদন্ত করা হয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তারের নির্দেশে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই রাস্তার সাববেজ তদন্ত করেন। এসময় ঘটনাস্থলের রাস্তার সাববেজের বালি, মাটি খোয়া মিশ্রণ সাবল দিয়ে খুড়ে সংগ্রহ করে জনসম্মুখে সিলগালা করে নিয়ে যান।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা এলজিইডি-এর উপ-সহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান, কার্যসহকারী রমজান আলী, চুয়াডাঙ্গা রোড অ্যান্ড হাইওয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. আজিজ ও সাইড ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম।

এ বিষয়ে চুয়াডাঙ্গা এলজিইডি-এর উপ-সহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান বলেন, রাস্তার ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে ওই স্থানে মাটি খোয়া মিশ্রণ বলে মনে হচ্ছে। তবে পরীক্ষা শেষে সঠিত তথ্য পাওয়া যাবে।

এ ব্যাপারে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ জানান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তারের নির্দেশে সরেজমিনে রাস্তার সাববেজের পিও তদন্ত করি। সাববেজের উপকরণ বালি, মাটি ও খোয়া জব্দ করে পরীক্ষাগারে পাঠানো হবে। পরীক্ষার পর তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, দর্শনা-মুজিবনগর সড়ক ডাবল লেন নতুন রাস্তার কাজ দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে নাটুদাহ ২৩ কিলোমিটার পর্যন্ত ১২০ কোটি টাকা ব্যয় ও মেহেরপুর মুজিবনগর উপজেলার ৭ কিলোমিটার পর্যন্ত রাস্তার কাজ ২৯ কোটি টাকা মোট ১৪৯ কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণকাজের ঠিকাদারী পান মেহেরপরের ঠিকাদার মো. জহিরুল ইসলাম। ২০২০ সালের ২১ নভেম্বর চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর মহাসড়কের ডাবল লেন নতুন রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করা হয়। গত ২ বছর মাত্র রাস্তার ১২টি পুলকালভার্ট তৈরি করেছে। কালভার্ট তৈরির পর রাস্তা ভেঙে গর্ত হয়ে রয়েছে। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। রাস্তা নির্মাণের প্রথমে দুই পাশের বাড়তি ৩ ফুট প্রশস্তের সাববেজ তৈরির জন্য বালি ও খোয়া মিশ্রণে বদলে দিচ্ছে বালি মাটি খোয়া।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনা-মুজিবনগর ডাবল লেন সড়ক নির্মাণকাজে দুর্নীতির অভিযোগ: বালি মাটি ও খোয়া মিশ্রণ; জনসম্মুখে সিলগালা

আপলোড টাইম : ০৮:৫৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২

দর্শনা অফিস:

দর্শনা-মুজিবনগর সড়ক নির্মাণকাজে দুর্নীতির অভিযোগ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করেছে দামুড়হুদা উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে দর্শনা-মুজিবনগর সড়ক দর্শনা গোপালখালী ব্রিজ ও মুন ভাটার মাঝামাঝি স্থানের সাববেজ তদন্ত করা হয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তারের নির্দেশে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই রাস্তার সাববেজ তদন্ত করেন। এসময় ঘটনাস্থলের রাস্তার সাববেজের বালি, মাটি খোয়া মিশ্রণ সাবল দিয়ে খুড়ে সংগ্রহ করে জনসম্মুখে সিলগালা করে নিয়ে যান।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা এলজিইডি-এর উপ-সহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান, কার্যসহকারী রমজান আলী, চুয়াডাঙ্গা রোড অ্যান্ড হাইওয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. আজিজ ও সাইড ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম।

এ বিষয়ে চুয়াডাঙ্গা এলজিইডি-এর উপ-সহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান বলেন, রাস্তার ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে ওই স্থানে মাটি খোয়া মিশ্রণ বলে মনে হচ্ছে। তবে পরীক্ষা শেষে সঠিত তথ্য পাওয়া যাবে।

এ ব্যাপারে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ জানান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তারের নির্দেশে সরেজমিনে রাস্তার সাববেজের পিও তদন্ত করি। সাববেজের উপকরণ বালি, মাটি ও খোয়া জব্দ করে পরীক্ষাগারে পাঠানো হবে। পরীক্ষার পর তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, দর্শনা-মুজিবনগর সড়ক ডাবল লেন নতুন রাস্তার কাজ দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে নাটুদাহ ২৩ কিলোমিটার পর্যন্ত ১২০ কোটি টাকা ব্যয় ও মেহেরপুর মুজিবনগর উপজেলার ৭ কিলোমিটার পর্যন্ত রাস্তার কাজ ২৯ কোটি টাকা মোট ১৪৯ কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণকাজের ঠিকাদারী পান মেহেরপরের ঠিকাদার মো. জহিরুল ইসলাম। ২০২০ সালের ২১ নভেম্বর চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর মহাসড়কের ডাবল লেন নতুন রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করা হয়। গত ২ বছর মাত্র রাস্তার ১২টি পুলকালভার্ট তৈরি করেছে। কালভার্ট তৈরির পর রাস্তা ভেঙে গর্ত হয়ে রয়েছে। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। রাস্তা নির্মাণের প্রথমে দুই পাশের বাড়তি ৩ ফুট প্রশস্তের সাববেজ তৈরির জন্য বালি ও খোয়া মিশ্রণে বদলে দিচ্ছে বালি মাটি খোয়া।