ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

দর্শনা-গেদে স্থলবন্দরে সড়ক পথে ভারতীয় ভিসা চালুর দাবিতে গণজমায়েত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
দর্শনা-গেদে স্থলবন্দরে সড়ক পথে ভারতীয় ভিসা চালুর দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় দর্শনা আন্তর্জাতিক স্টেশন চত্বরে এই গণজামায়েত অনুষ্ঠিত হয়। দেশের ২৫টি জেলার জনগণের ভোগান্তি ও ভারত-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে দ্রুত দর্শনা-গেদে বন্দর চেকপোস্টে সড়ক পথে বাংলাদেশীদের ভিসা প্রদানের দাবিতে এ গণজামায়েত অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘করোনায় দীর্ঘদিন বন্ধ ছিল দর্শনা-গেদে বন্দর চেকপোস্ট। এখন বাংলাদেশ খুলে দিয়েছে। অর্থাৎ ভারতীয়রা এ বন্দর দিয়ে পাসপোর্ট ভিসায় বাংলাদেশে ভ্রমণ করছেন। অথচ এ রুটে বাংলাদেশীদের সড়ক পথে ভিসা দিচ্ছে না ভারত সরকার। এটি বৈষম্য। বন্ধু প্রতীম ভারতের কাছ থেকে এ বৈষম্য কাম্য নয়। এ স্থলবন্দর রুট দিয়ে কম খরচে সহজে কলকাতা যাওয়া যায়। পক্ষান্তরে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে সারাদিন হাজার হাজার পাসপোর্টধারীরা লাইনে দাঁড়িয়ে থেকে ভারত ভ্রমণ করছেন। সেখানে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। সবকিছু বিবেচনায় দ্রুত দর্শনা-গেদে বন্দরে সড়ক পথে ভারত সরকার বাংলাদেশীদের সবধরনের ভিসা চালু করবে, এ প্রত্যাশা রাখি।’ এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘স্থলপথে ভিসা না দিলে দর্শনা বন্দর দিয়ে ভারতীয় নাগরিক প্রবেশ ও ঢাকা-কোলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল করতে দেওয়া হবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম বাবু, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল ও দর্শনা নাগরিক কমিটির আহ্বায়ক গোলাম ফারুক আরিফ।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দুই দেশের সমন্বয়ে এরইমধ্যে যদি চেকপোস্টটি চালু করা না হয়, তাহলে চেকপোস্ট এলাকায় অনশন করা হবে। এরপর আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বাবু, চুয়াডাঙ্গা জেলা চেম্বার অব কমার্সের পরিচালক কিশোর কুমার কুণ্ডু, দর্শনা বন্দর কমিটির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, হানিফ মণ্ডল, কেন্দ্রীয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সরুপ কুমার দাস, ভালোবাসার বন্ধন-এর প্রতিষ্ঠাতা আরিফ তরফদার, প্রবীণ সাংবাদিক মাহফুজুর রহমান, আফজালুর রহমান ধীরু, সালাউদ্দিন কাজল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন।

প্রসঙ্গত, মাত্র ৩৫ টাকায় দর্শনার বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেদে বন্দর দিয়ে দুই থেকে আড়াই ঘন্টায় কলকাতা যাওয়া যায়। গেদে স্টেশন থেকে কলকাতার শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে ২৪ ঘণ্টায় ১৮টি ট্রেন ছেড়ে যায়। ভারত-বাংলাদেশ ভ্রমণকারীদের জন্য খুব জনপ্রিয় রুট এটি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনা-গেদে স্থলবন্দরে সড়ক পথে ভারতীয় ভিসা চালুর দাবিতে গণজমায়েত

আপলোড টাইম : ০১:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২

দর্শনা অফিস:
দর্শনা-গেদে স্থলবন্দরে সড়ক পথে ভারতীয় ভিসা চালুর দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় দর্শনা আন্তর্জাতিক স্টেশন চত্বরে এই গণজামায়েত অনুষ্ঠিত হয়। দেশের ২৫টি জেলার জনগণের ভোগান্তি ও ভারত-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে দ্রুত দর্শনা-গেদে বন্দর চেকপোস্টে সড়ক পথে বাংলাদেশীদের ভিসা প্রদানের দাবিতে এ গণজামায়েত অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘করোনায় দীর্ঘদিন বন্ধ ছিল দর্শনা-গেদে বন্দর চেকপোস্ট। এখন বাংলাদেশ খুলে দিয়েছে। অর্থাৎ ভারতীয়রা এ বন্দর দিয়ে পাসপোর্ট ভিসায় বাংলাদেশে ভ্রমণ করছেন। অথচ এ রুটে বাংলাদেশীদের সড়ক পথে ভিসা দিচ্ছে না ভারত সরকার। এটি বৈষম্য। বন্ধু প্রতীম ভারতের কাছ থেকে এ বৈষম্য কাম্য নয়। এ স্থলবন্দর রুট দিয়ে কম খরচে সহজে কলকাতা যাওয়া যায়। পক্ষান্তরে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে সারাদিন হাজার হাজার পাসপোর্টধারীরা লাইনে দাঁড়িয়ে থেকে ভারত ভ্রমণ করছেন। সেখানে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। সবকিছু বিবেচনায় দ্রুত দর্শনা-গেদে বন্দরে সড়ক পথে ভারত সরকার বাংলাদেশীদের সবধরনের ভিসা চালু করবে, এ প্রত্যাশা রাখি।’ এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘স্থলপথে ভিসা না দিলে দর্শনা বন্দর দিয়ে ভারতীয় নাগরিক প্রবেশ ও ঢাকা-কোলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল করতে দেওয়া হবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম বাবু, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল ও দর্শনা নাগরিক কমিটির আহ্বায়ক গোলাম ফারুক আরিফ।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দুই দেশের সমন্বয়ে এরইমধ্যে যদি চেকপোস্টটি চালু করা না হয়, তাহলে চেকপোস্ট এলাকায় অনশন করা হবে। এরপর আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বাবু, চুয়াডাঙ্গা জেলা চেম্বার অব কমার্সের পরিচালক কিশোর কুমার কুণ্ডু, দর্শনা বন্দর কমিটির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, হানিফ মণ্ডল, কেন্দ্রীয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সরুপ কুমার দাস, ভালোবাসার বন্ধন-এর প্রতিষ্ঠাতা আরিফ তরফদার, প্রবীণ সাংবাদিক মাহফুজুর রহমান, আফজালুর রহমান ধীরু, সালাউদ্দিন কাজল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন।

প্রসঙ্গত, মাত্র ৩৫ টাকায় দর্শনার বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেদে বন্দর দিয়ে দুই থেকে আড়াই ঘন্টায় কলকাতা যাওয়া যায়। গেদে স্টেশন থেকে কলকাতার শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে ২৪ ঘণ্টায় ১৮টি ট্রেন ছেড়ে যায়। ভারত-বাংলাদেশ ভ্রমণকারীদের জন্য খুব জনপ্রিয় রুট এটি।