ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ত্যাগী ও উদীয়মান তরুণদের সমন্বয়ে জেলা কমিটি গঠনের প্রত্যাশা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৩৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে প্রেস ব্রিফিং করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের আসন্ন ত্রিবার্ষিক সম্মেলনকে সফল ও সার্থক করার তাগিদ রেখে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, জেলা আওয়ামী লীগের নতুন কমিটি যেন রাজাকারমুক্ত হয়, সে বিষয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ তৎপর রয়েছে এবং কেন্দ্রীয় নেতাদেরও সে বিষয়ে আহ্বান জানানো হয়েছে।

তিনি জানান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে ২১৮ জন কাউন্সিলরকে কাউন্সিলর কার্ড প্রদান এবং ৫০ হাজার ডেলিগেটেডকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে ১০ হাজারের অধিক আওয়ামী লীগের প্রবীণ ও ত্যাগী নেতাদের। এছাড়া পার্শ্ববর্তী জেলা মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া জেলার সভাপতি-সম্পাদকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। ১৪ দলীয় জোটসহ স্বাধীনতার স্বপক্ষের সকল দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১২ ডিসেম্বরের চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হবে এ যাবৎকালের সব চাইতে বড় জনসমাগমপূর্ণ, উৎসবমুখর, আনন্দঘন এবং জমকালো।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে প্রথমত দুটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একটি হল রাজাকারমুক্ত জেলা আওয়ামী লীগ গঠনের পাশাপাশি উদীয়মান তরুণ নেতা এবং অভিজ্ঞ প্রবীণ, জনদরদী, ত্যাগী নেতাদের সমন্বয়ে একটি জেলা কমিটি গঠন। যা দলমত নির্বিশেষে চুয়াডাঙ্গার আপামর জনসাধারণের ভাগ্য পরিবর্তনে এবং দেশের উন্নয়নে গতিশীল ভূমিকা পালন করবে। অপরটি হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত-বিএনপিসহ বিরোধী পক্ষকে জানান দেওয়া যে দেশের স্বার্থবিরোধী বা সরকারের স্বার্থ বিরোধী কোনো কাজে অবতীর্ণ হলে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ তার কড়া এবং যোগ্য প্রতিবাদ জানাবে। প্রয়োজনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কঠোর হস্তে সকল নৈরাজ্য দমন করতে প্রস্তুত থাকবে।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, সম্মেলন উপলক্ষে মঞ্চ, সাজসজ্জা, অভ্যর্থনা, প্রচারসহ বেশ কয়েকটি উপ-কমিটি করা হয়েছে। দুটি পর্বে সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। সভাপতিত্ব করবেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। পরিচালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। এছাড়াও, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা সম্মেলনে উপস্থিত থাকবেন। নৌকার আদলে মঞ্চ তৈরি করা হয়েছে। গত জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চে থাকবেন। মঞ্চে জেলা কমিটির ৬৯ জন সদস্য থাকবেন। এছাড়া অন্য কমিটি বা সহযোগী সংগঠনের কেউ মঞ্চে উঠতে পারবেন না।

সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, কোনোরকম হই-হট্টগোল করতে দেয়া হবে না। হট্টগোলের আশা করছি না। অপশক্তি ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না। আইনশৃঙ্খলার দায়িত্বে মূখ্য ভূমিকা পালন করবে পুলিশ। এছাড়াও, আমাদের শৃঙ্খলা উপ-কমিটির সদস্যরা দায়িত্বে থাকবেন।

প্রেস বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মাসুদউজ্জামান বিশ্বাস লিটু, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থবিষয়ক উপ-কমিটির সদস্য এম এ রাজ্জাক খান রাজ, সম্মেলন উপলক্ষে প্রচার উপ-কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবাইত বিন আজাদ সুস্থিরসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ত্যাগী ও উদীয়মান তরুণদের সমন্বয়ে জেলা কমিটি গঠনের প্রত্যাশা

আপলোড টাইম : ০৫:৩৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে প্রেস ব্রিফিং করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের আসন্ন ত্রিবার্ষিক সম্মেলনকে সফল ও সার্থক করার তাগিদ রেখে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, জেলা আওয়ামী লীগের নতুন কমিটি যেন রাজাকারমুক্ত হয়, সে বিষয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ তৎপর রয়েছে এবং কেন্দ্রীয় নেতাদেরও সে বিষয়ে আহ্বান জানানো হয়েছে।

তিনি জানান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে ২১৮ জন কাউন্সিলরকে কাউন্সিলর কার্ড প্রদান এবং ৫০ হাজার ডেলিগেটেডকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে ১০ হাজারের অধিক আওয়ামী লীগের প্রবীণ ও ত্যাগী নেতাদের। এছাড়া পার্শ্ববর্তী জেলা মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া জেলার সভাপতি-সম্পাদকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। ১৪ দলীয় জোটসহ স্বাধীনতার স্বপক্ষের সকল দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১২ ডিসেম্বরের চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হবে এ যাবৎকালের সব চাইতে বড় জনসমাগমপূর্ণ, উৎসবমুখর, আনন্দঘন এবং জমকালো।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে প্রথমত দুটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একটি হল রাজাকারমুক্ত জেলা আওয়ামী লীগ গঠনের পাশাপাশি উদীয়মান তরুণ নেতা এবং অভিজ্ঞ প্রবীণ, জনদরদী, ত্যাগী নেতাদের সমন্বয়ে একটি জেলা কমিটি গঠন। যা দলমত নির্বিশেষে চুয়াডাঙ্গার আপামর জনসাধারণের ভাগ্য পরিবর্তনে এবং দেশের উন্নয়নে গতিশীল ভূমিকা পালন করবে। অপরটি হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত-বিএনপিসহ বিরোধী পক্ষকে জানান দেওয়া যে দেশের স্বার্থবিরোধী বা সরকারের স্বার্থ বিরোধী কোনো কাজে অবতীর্ণ হলে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ তার কড়া এবং যোগ্য প্রতিবাদ জানাবে। প্রয়োজনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কঠোর হস্তে সকল নৈরাজ্য দমন করতে প্রস্তুত থাকবে।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, সম্মেলন উপলক্ষে মঞ্চ, সাজসজ্জা, অভ্যর্থনা, প্রচারসহ বেশ কয়েকটি উপ-কমিটি করা হয়েছে। দুটি পর্বে সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। সভাপতিত্ব করবেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। পরিচালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। এছাড়াও, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা সম্মেলনে উপস্থিত থাকবেন। নৌকার আদলে মঞ্চ তৈরি করা হয়েছে। গত জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চে থাকবেন। মঞ্চে জেলা কমিটির ৬৯ জন সদস্য থাকবেন। এছাড়া অন্য কমিটি বা সহযোগী সংগঠনের কেউ মঞ্চে উঠতে পারবেন না।

সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, কোনোরকম হই-হট্টগোল করতে দেয়া হবে না। হট্টগোলের আশা করছি না। অপশক্তি ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না। আইনশৃঙ্খলার দায়িত্বে মূখ্য ভূমিকা পালন করবে পুলিশ। এছাড়াও, আমাদের শৃঙ্খলা উপ-কমিটির সদস্যরা দায়িত্বে থাকবেন।

প্রেস বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মাসুদউজ্জামান বিশ্বাস লিটু, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থবিষয়ক উপ-কমিটির সদস্য এম এ রাজ্জাক খান রাজ, সম্মেলন উপলক্ষে প্রচার উপ-কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবাইত বিন আজাদ সুস্থিরসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।