ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

তিতুদহের ৬২ আড়িয়ার প্রতিবন্ধী ওসমান গনি নিখোঁজ

প্রতিবেদক, তিতুদহ:
  • আপলোড টাইম : ০৮:২২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • / ৫৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের ৬২ আড়িয়া গ্রামের খুবই দরিদ্র পরিবারের মানসিক ও বাক প্রতিবন্ধী মশিউর রহমান মল্লিক ওরফে উসমান গনি (৩৯) দুই মাস পূর্বে গ্রাম থেকে নিখোঁজ রয়েছে। ওসমান গনি ৬২ নম্বর আড়িয়া দাখিল মাদ্রাসার আদু ভাই নামে পরিচিত। কারণ মাদ্রাসা প্রতিষ্ঠিত কাল থেকে মাদ্রাসায় নিয়মিত ক্লাস করা এবং মাদ্রাসাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ববহন করে আসছে ১৮ বছর ধরে। বর্তমানে তিতুদহ অটিস্টিক স্কুলে অধ্যায়নরত একজন ছাত্র। কিন্তু হঠাৎ গত ১০/০৯/২১ইং তারিখ জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্য ঘর থেকে বাহির হয়ে আর ঘরে ফিরে আসেনি।

এবিষয়ে এলাকার অনেকে বর্তমানের সবচেয়ে শক্তিশালী যোগাযোগমাধ্যম ফেসবুকে হারানো বিজ্ঞপ্তি দিলেও এখনও পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। সন্তান হারিয়ে মানুষের দারে দারে ওসমান গনির বাবা-মা। ছেলেকে হারিয়ে পাগল প্রায় পরিবারটি। এ বিষয়ে দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করে ওসমান গনির মা সাপারন খাতুন, যার জিডি নম্বর ২৮২।

এবিষয়ে সাপারন খাতুন বলেন, ‘আমার প্রতিবন্ধী ছেলে যেদিন হারিয়ে যায়, তার পরনে একটি চাপাতি রঙের পাঞ্জাবি ছিল। তবে কারো নজরে পড়ে তাহলে ০১৯৫৫-২৪৪৯৩৮ যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

তিতুদহের ৬২ আড়িয়ার প্রতিবন্ধী ওসমান গনি নিখোঁজ

আপলোড টাইম : ০৮:২২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১

চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের ৬২ আড়িয়া গ্রামের খুবই দরিদ্র পরিবারের মানসিক ও বাক প্রতিবন্ধী মশিউর রহমান মল্লিক ওরফে উসমান গনি (৩৯) দুই মাস পূর্বে গ্রাম থেকে নিখোঁজ রয়েছে। ওসমান গনি ৬২ নম্বর আড়িয়া দাখিল মাদ্রাসার আদু ভাই নামে পরিচিত। কারণ মাদ্রাসা প্রতিষ্ঠিত কাল থেকে মাদ্রাসায় নিয়মিত ক্লাস করা এবং মাদ্রাসাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ববহন করে আসছে ১৮ বছর ধরে। বর্তমানে তিতুদহ অটিস্টিক স্কুলে অধ্যায়নরত একজন ছাত্র। কিন্তু হঠাৎ গত ১০/০৯/২১ইং তারিখ জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্য ঘর থেকে বাহির হয়ে আর ঘরে ফিরে আসেনি।

এবিষয়ে এলাকার অনেকে বর্তমানের সবচেয়ে শক্তিশালী যোগাযোগমাধ্যম ফেসবুকে হারানো বিজ্ঞপ্তি দিলেও এখনও পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। সন্তান হারিয়ে মানুষের দারে দারে ওসমান গনির বাবা-মা। ছেলেকে হারিয়ে পাগল প্রায় পরিবারটি। এ বিষয়ে দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করে ওসমান গনির মা সাপারন খাতুন, যার জিডি নম্বর ২৮২।

এবিষয়ে সাপারন খাতুন বলেন, ‘আমার প্রতিবন্ধী ছেলে যেদিন হারিয়ে যায়, তার পরনে একটি চাপাতি রঙের পাঞ্জাবি ছিল। তবে কারো নজরে পড়ে তাহলে ০১৯৫৫-২৪৪৯৩৮ যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।’