ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক)-এর নতুন কমিটি গঠন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • / ২৩ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
নির্বাচনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা ‘ডুসাক’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ২য় তলায়, শহীদ মুনির চৌধুরী অডিটরিয়ামে ভোট গ্রহণের আয়োজন করা হয়। নির্বাচন কমিশনের সকল কমিশনারের উপস্থিতিতে বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণের সময় ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ডুসাক উপদেষ্টা আবদুল মান্নানকে প্রধান নির্বাচন কমিশনার করে গত সোমবার ৭ সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন- রুহুল আমিন মল্লিক, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. রুহুল কুদ্দুস শিপন, ডুসাকের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন তাজ, সাবেক ছাত্র নেতা কাজী সাদরুল উলা বাবু, ডাকসুর সাবেক সদস্য ফরিদা পারভীন এবং ঢাবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হোসাইন হাসিব। নির্বাচনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডুসাক উপদেষ্টা পলাশ খন্দকার, শফিকুল ইসলাম, নাজমুল ইসলাম সুজন এবং মিনহাজুল আবেদীন কুয়াশা।
ভোট গণনা শেষে ডুসাকের প্রধান পৃষ্ঠপোষক সিনিয়র সাংবাদিক আহমেদ পিপুলের উপস্থিতিতে ছাত্র-ছাত্রীদের সামনে প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আবদুল মান্নান। ভোটে নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলমডাঙ্গার সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গা সদরের মোস্তফা ইকবাল হৃদয়। এসময় ছাত্র-ছাত্রীরা করতালি দিয়ে নতুন নেতৃত্বকে স্বাগত জানান।
নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন- আরাফাত হোসেন অভি, সাইফুল ইসলাম এবং রাজ কুমার। অপরদিকে, সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন মোস্তফা ইকবাল হৃদয় এবং সানজিদা ইসলাম রোজ। ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সাইফুল ইসলাম ১০০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী আরাফাত হোসেন অভি পেয়েছেন ৪১ ভোট। এছাড়া মোস্তফা ইকবাল হৃদয় সর্বোচ্চ ১২৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী সানজিদা ইসলাম রোজ পেয়েছেন ১৬ ভোট।
সফলভাবে ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণার পর প্রধান পৃষ্ঠপোষক আহমেদ পিপুল ডুসাককে আরও গতিশীল এবং সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সবাইকে নিয়ে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক)-এর নতুন কমিটি গঠন

আপলোড টাইম : ০৮:৪১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
নির্বাচনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা ‘ডুসাক’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ২য় তলায়, শহীদ মুনির চৌধুরী অডিটরিয়ামে ভোট গ্রহণের আয়োজন করা হয়। নির্বাচন কমিশনের সকল কমিশনারের উপস্থিতিতে বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণের সময় ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ডুসাক উপদেষ্টা আবদুল মান্নানকে প্রধান নির্বাচন কমিশনার করে গত সোমবার ৭ সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন- রুহুল আমিন মল্লিক, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. রুহুল কুদ্দুস শিপন, ডুসাকের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন তাজ, সাবেক ছাত্র নেতা কাজী সাদরুল উলা বাবু, ডাকসুর সাবেক সদস্য ফরিদা পারভীন এবং ঢাবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হোসাইন হাসিব। নির্বাচনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডুসাক উপদেষ্টা পলাশ খন্দকার, শফিকুল ইসলাম, নাজমুল ইসলাম সুজন এবং মিনহাজুল আবেদীন কুয়াশা।
ভোট গণনা শেষে ডুসাকের প্রধান পৃষ্ঠপোষক সিনিয়র সাংবাদিক আহমেদ পিপুলের উপস্থিতিতে ছাত্র-ছাত্রীদের সামনে প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আবদুল মান্নান। ভোটে নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলমডাঙ্গার সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গা সদরের মোস্তফা ইকবাল হৃদয়। এসময় ছাত্র-ছাত্রীরা করতালি দিয়ে নতুন নেতৃত্বকে স্বাগত জানান।
নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন- আরাফাত হোসেন অভি, সাইফুল ইসলাম এবং রাজ কুমার। অপরদিকে, সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন মোস্তফা ইকবাল হৃদয় এবং সানজিদা ইসলাম রোজ। ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সাইফুল ইসলাম ১০০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী আরাফাত হোসেন অভি পেয়েছেন ৪১ ভোট। এছাড়া মোস্তফা ইকবাল হৃদয় সর্বোচ্চ ১২৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী সানজিদা ইসলাম রোজ পেয়েছেন ১৬ ভোট।
সফলভাবে ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণার পর প্রধান পৃষ্ঠপোষক আহমেদ পিপুল ডুসাককে আরও গতিশীল এবং সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সবাইকে নিয়ে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।