ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

ট্রাক্টরের চাপায় ওষুধ কোম্পানির কর্মকর্তা নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
  • / ২৩ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ট্রাক্টর চাপায় মিনাল হোসেন (৩০) নামে এক ওষুধ কোম্পানির ফিল্ড অফিসার নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের কার্পাসডাঙ্গা বাজারের আরামডাঙ্গা মধুরচারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিগত মিনাল হোসেন উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি গ্রামের মৃত আত্তাব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিজ গ্রাম থেকে কোম্পানির কাজে মোটরসাইকেলযোগে কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ের দিকে যাচ্ছিলেন মিনাল হোসেন। আরামডাঙ্গা মধুর চারার নিকট পৌঁছালে দ্রুতগতিতে ছুটে আসা অবৈধ যান মাটি বোঝায় ট্রাক্টর পিছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুয়েল হাসান জানান, মোটরসাইকেল ও ট্রাক্টর ফাঁড়িতে আটক করা হয়। পরে ক্ষতিপূরণ বাবদ ২ লাখ ৮০ হাজার টাকায় মীমাংসা হয়েছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এদিকে, গতকাল বাদ আছর জানাজা শেষে মিনাল হোসেনের লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ট্রাক্টরের চাপায় ওষুধ কোম্পানির কর্মকর্তা নিহত

আপলোড টাইম : ০৯:১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ট্রাক্টর চাপায় মিনাল হোসেন (৩০) নামে এক ওষুধ কোম্পানির ফিল্ড অফিসার নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের কার্পাসডাঙ্গা বাজারের আরামডাঙ্গা মধুরচারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিগত মিনাল হোসেন উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি গ্রামের মৃত আত্তাব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিজ গ্রাম থেকে কোম্পানির কাজে মোটরসাইকেলযোগে কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ের দিকে যাচ্ছিলেন মিনাল হোসেন। আরামডাঙ্গা মধুর চারার নিকট পৌঁছালে দ্রুতগতিতে ছুটে আসা অবৈধ যান মাটি বোঝায় ট্রাক্টর পিছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুয়েল হাসান জানান, মোটরসাইকেল ও ট্রাক্টর ফাঁড়িতে আটক করা হয়। পরে ক্ষতিপূরণ বাবদ ২ লাখ ৮০ হাজার টাকায় মীমাংসা হয়েছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এদিকে, গতকাল বাদ আছর জানাজা শেষে মিনাল হোসেনের লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।