ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়কের পিতৃবিয়োগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম মশিয়ূর রহমানের পিতা সাবেক উপজেলা শিক্ষা অফিসার হাজী মো. মসলেম উদ্দীন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ৪০ মিনিটে তিনি ধোপাঘাটা গোবিন্দপুরের বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছেল ৯২ বছর। তিনি ৫ ছেলে দুই মেয়ে, অসংখ্য নাতি-নাতনী রেখে গেছেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর আস-সুন্নাহ ট্রাস্ট মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাঁকে ঝিনাইদহ পৌর গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

মরহুমের বড় ছেলে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এম মশিয়ূর রহমান জানান, তাঁর পিতা হাজী মো. মসলেম উদ্দীন আনুমানিক ১৯৩০ সালে সদর উপজেলার দোগাছি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতামহ ছিল কলিম উদ্দীন। বিশিষ্ট শিক্ষানুরাগী মসলেম উদ্দীন এলাকার শিক্ষা বিস্তারে ১৯৬৮ সালে বালিয়াডাঙ্গা গ্রামে প্রতিষ্ঠা করেন ‘মসলেম উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়’। তিনি বেশিরভাগ সময় সিলেট অঞ্চলে চাকরি করেছেন। এদিকে বিএনপি নেতা মশিয়ূর রহমানের পিতার মৃত্যুর খবরে দলের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতারা মরহুম মসলেম উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা) অনিন্দ্য ইসলাম অমিত এক বিবৃতিতে ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এস এম মশিয়ুর রহমানের শ্রদ্ধেয় পিতা মসলেম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি মহান আল্লাহ পাকের দরবারে শোকার্ত স্বজনদের ধৈর্য্য ধারণ করার তৌফিক এনায়েত করে দোয়া কামনা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়কের পিতৃবিয়োগ

আপলোড টাইম : ০৯:২১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম মশিয়ূর রহমানের পিতা সাবেক উপজেলা শিক্ষা অফিসার হাজী মো. মসলেম উদ্দীন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ৪০ মিনিটে তিনি ধোপাঘাটা গোবিন্দপুরের বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছেল ৯২ বছর। তিনি ৫ ছেলে দুই মেয়ে, অসংখ্য নাতি-নাতনী রেখে গেছেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর আস-সুন্নাহ ট্রাস্ট মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাঁকে ঝিনাইদহ পৌর গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

মরহুমের বড় ছেলে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এম মশিয়ূর রহমান জানান, তাঁর পিতা হাজী মো. মসলেম উদ্দীন আনুমানিক ১৯৩০ সালে সদর উপজেলার দোগাছি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতামহ ছিল কলিম উদ্দীন। বিশিষ্ট শিক্ষানুরাগী মসলেম উদ্দীন এলাকার শিক্ষা বিস্তারে ১৯৬৮ সালে বালিয়াডাঙ্গা গ্রামে প্রতিষ্ঠা করেন ‘মসলেম উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়’। তিনি বেশিরভাগ সময় সিলেট অঞ্চলে চাকরি করেছেন। এদিকে বিএনপি নেতা মশিয়ূর রহমানের পিতার মৃত্যুর খবরে দলের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতারা মরহুম মসলেম উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা) অনিন্দ্য ইসলাম অমিত এক বিবৃতিতে ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এস এম মশিয়ুর রহমানের শ্রদ্ধেয় পিতা মসলেম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি মহান আল্লাহ পাকের দরবারে শোকার্ত স্বজনদের ধৈর্য্য ধারণ করার তৌফিক এনায়েত করে দোয়া কামনা করেন।