ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

ঝাঁঝাঁডাঙ্গায় ফসলের খেত বিনষ্ট, ৯টি স্যালোমেশিন ভাঙচুর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
  • / ২৪ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
দর্শনা থানার অর্ন্তগত পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাঁডাঙ্গা গ্রামে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করেছে প্রতিপক্ষ। এসময় তারা ৯টি স্যালোমেশিন ভাঙচুর ও ফসলের খেত বিনষ্ট করে। এসব ফসলের মধ্যে ঝাল, বরবটি, পেঁয়াজ, পেয়ারা বাগানসহ প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শামসুল আলম বাদী হয়ে জামসেদ ও সমশেরসহ ৬ জনকে আসামি করে দর্শনা থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের পর থেকে শামসুল আলম পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন।
শামসুল আলম জানান, ‘ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের ইছাহক গং ও আব্দুল বারী গং-এর মধ্যে ৭১ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন মামলা চলে আসছে। ইছাহক গং দলিল মূলে ও আব্দুল বারী গং টাকার বিনিময়ে উক্ত জমি নিজের বলে দাবি করে আসছে। এই দুই পরিবারের মধ্যে কয়েক বছর ধরে চুয়াডাঙ্গা জেলা দায়রা জজ আদালতে একটি মামলা চলমান ছিল। মামলাটি এখন সুপ্রিম কোর্টে চলমান রয়েছে। এ ঘটনা গোপন করে আব্দুল বারী জমিজমা সংক্রান্ত চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে ট্রাইবুন্যালে মামলা দায়ের করেও একতরফা একটি রায় পেয়ে ইক্ত দলিল সম্পাদন করে।’
এ ঘটনায় ইছাহক আলী গং জেলা জজ আদালতে আপিল করেছেন। অপর দিকে ১৯৪৭ সালের পর থেকে উক্ত জমি ইছাহক গং ভোগ দখল করে আসছে। মাঝে ২০২১ সালে আব্দুল বারীর ছেলেরা ইছাহক গং এর পরিবারের উপর হামলা করে জমি দখলে নেওয়ার চেষ্টা করে। ইছাহক গং ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দীর্ঘদিন শান্তিপূর্ণ ভাবে চাষাবাদ করে আসছিলো। এরই মধ্যে গত ২২ মে আব্দুল বারীর লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে উক্ত জমির ফসল বিনষ্ট ও ৯টি স্যালোমেশিন ভাঙচুর করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝাঁঝাঁডাঙ্গায় ফসলের খেত বিনষ্ট, ৯টি স্যালোমেশিন ভাঙচুর

আপলোড টাইম : ০৮:০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩

দর্শনা অফিস:
দর্শনা থানার অর্ন্তগত পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাঁডাঙ্গা গ্রামে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করেছে প্রতিপক্ষ। এসময় তারা ৯টি স্যালোমেশিন ভাঙচুর ও ফসলের খেত বিনষ্ট করে। এসব ফসলের মধ্যে ঝাল, বরবটি, পেঁয়াজ, পেয়ারা বাগানসহ প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শামসুল আলম বাদী হয়ে জামসেদ ও সমশেরসহ ৬ জনকে আসামি করে দর্শনা থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের পর থেকে শামসুল আলম পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন।
শামসুল আলম জানান, ‘ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের ইছাহক গং ও আব্দুল বারী গং-এর মধ্যে ৭১ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন মামলা চলে আসছে। ইছাহক গং দলিল মূলে ও আব্দুল বারী গং টাকার বিনিময়ে উক্ত জমি নিজের বলে দাবি করে আসছে। এই দুই পরিবারের মধ্যে কয়েক বছর ধরে চুয়াডাঙ্গা জেলা দায়রা জজ আদালতে একটি মামলা চলমান ছিল। মামলাটি এখন সুপ্রিম কোর্টে চলমান রয়েছে। এ ঘটনা গোপন করে আব্দুল বারী জমিজমা সংক্রান্ত চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে ট্রাইবুন্যালে মামলা দায়ের করেও একতরফা একটি রায় পেয়ে ইক্ত দলিল সম্পাদন করে।’
এ ঘটনায় ইছাহক আলী গং জেলা জজ আদালতে আপিল করেছেন। অপর দিকে ১৯৪৭ সালের পর থেকে উক্ত জমি ইছাহক গং ভোগ দখল করে আসছে। মাঝে ২০২১ সালে আব্দুল বারীর ছেলেরা ইছাহক গং এর পরিবারের উপর হামলা করে জমি দখলে নেওয়ার চেষ্টা করে। ইছাহক গং ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দীর্ঘদিন শান্তিপূর্ণ ভাবে চাষাবাদ করে আসছিলো। এরই মধ্যে গত ২২ মে আব্দুল বারীর লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে উক্ত জমির ফসল বিনষ্ট ও ৯টি স্যালোমেশিন ভাঙচুর করে।