ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

জ্ঞানের আলোকে বিকশিত করতে প্রত্যেককে সাহিত্য চর্চা করা উচিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
  • / ৩৬ বার পড়া হয়েছে

‘চেতনায় বঙ্গবন্ধু, হৃদয়ে বাংলাদেশ, লেখনিতে মানবতা’ প্রতিপাদ্যে বিষয়টিকে ধারণ করে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী, মুজিবশতবর্ষ ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪৪তম বর্ষপূর্তি উৎসব উদ্যাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় সংগীতের তালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। পরে সাহিত্য পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাপ্তি হয়। শোভাযাত্রা শেষে সাহিত্য পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত কবি ও সাহিত্যিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জ্ঞানের আলোকে বিকশিত করতে আমাদের প্রত্যেকেরই সাহিত্য চর্চা করা উচিত। সাহিত্য আমাদের মনের বিকাশ ঘটায়।’ অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনারা আপনাদের ছেলে-মেয়েসহ নাতি-নাতনীদের মুক্তিযুদ্ধের গল্প শোনাবেন। তাহলে তাদের মনে মুক্তিযুদ্ধের ইতিহাস জাগ্রত হবে।’ অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘শুধু পাঠ্যপুস্তক পড়লেই হবে না। স্কুলের পাঠ্যপুস্তকের পাশাপাশি তোমাদের সাহিত্যের বই পড়ার অভ্যাস করতে হবে।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন ও অতিরিক্ত পুলিশ সুপার আনিছুজ্জামান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল, শুভেচ্ছা বক্তব্য দেন নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, সংলাপের সাধারণ সম্পাদক আহসান খান, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী, দামুড়হুদা ওদাদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমান ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়। আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা আলী আজগর ফটিক, রহমত আলী, তোফাজ্জেল হোসেন, বাবলু মাস্টার, আব্দুর হালিম শান্তি ও হাজী শেখ নুর মোহাম্মদ। কবিতা পাঠ করেন এম এ মামুন, চিত্তরঞ্জন সাহা চিতু, এম এ হামিদ, ইদ্রিস মণ্ডল, ইব্রাহিম খলিল, আশিকুজ্জামান আসাদ, জুবায়ের হাসান, রাকিব হাসান, আনছার আলী, সালমা খাতুন, মুরশিদ, ফয়সাল আহমেদ, নজরুল ইসলাম, মিজানুর রহমান মণ্ডল, গোলাম কবীর মুকুল, রাবেয়া খাতুন, হামিদুল ইসলাম আজম, হাবিবি জহির রায়হান, ডা. তোফাজ্জল হোসেন, সার্থক আলীম, কবি নজমুল হেলাল ও কায়কোবাদ রতন।

কবিতা আসরের পর চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক আব্দুস সালাম তারার নেতৃত্বে একঝাঁক শিল্পী সংগীত পরিবেশন করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন অ্যালবার্ড বিশ্বাস, রিচার্ড রহমান, সুমন ইকবাল, কাজল মাহমুদ, হোসেন জাকির, নটরাজ হারুন, সাজ্জাদ হোসেন, হোসেন ফারুক, আহমেদ বেলাল, মাসুদ রানা প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জ্ঞানের আলোকে বিকশিত করতে প্রত্যেককে সাহিত্য চর্চা করা উচিত

আপলোড টাইম : ১০:০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১

‘চেতনায় বঙ্গবন্ধু, হৃদয়ে বাংলাদেশ, লেখনিতে মানবতা’ প্রতিপাদ্যে বিষয়টিকে ধারণ করে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী, মুজিবশতবর্ষ ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪৪তম বর্ষপূর্তি উৎসব উদ্যাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় সংগীতের তালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। পরে সাহিত্য পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাপ্তি হয়। শোভাযাত্রা শেষে সাহিত্য পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত কবি ও সাহিত্যিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জ্ঞানের আলোকে বিকশিত করতে আমাদের প্রত্যেকেরই সাহিত্য চর্চা করা উচিত। সাহিত্য আমাদের মনের বিকাশ ঘটায়।’ অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনারা আপনাদের ছেলে-মেয়েসহ নাতি-নাতনীদের মুক্তিযুদ্ধের গল্প শোনাবেন। তাহলে তাদের মনে মুক্তিযুদ্ধের ইতিহাস জাগ্রত হবে।’ অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘শুধু পাঠ্যপুস্তক পড়লেই হবে না। স্কুলের পাঠ্যপুস্তকের পাশাপাশি তোমাদের সাহিত্যের বই পড়ার অভ্যাস করতে হবে।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন ও অতিরিক্ত পুলিশ সুপার আনিছুজ্জামান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল, শুভেচ্ছা বক্তব্য দেন নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, সংলাপের সাধারণ সম্পাদক আহসান খান, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী, দামুড়হুদা ওদাদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমান ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়। আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা আলী আজগর ফটিক, রহমত আলী, তোফাজ্জেল হোসেন, বাবলু মাস্টার, আব্দুর হালিম শান্তি ও হাজী শেখ নুর মোহাম্মদ। কবিতা পাঠ করেন এম এ মামুন, চিত্তরঞ্জন সাহা চিতু, এম এ হামিদ, ইদ্রিস মণ্ডল, ইব্রাহিম খলিল, আশিকুজ্জামান আসাদ, জুবায়ের হাসান, রাকিব হাসান, আনছার আলী, সালমা খাতুন, মুরশিদ, ফয়সাল আহমেদ, নজরুল ইসলাম, মিজানুর রহমান মণ্ডল, গোলাম কবীর মুকুল, রাবেয়া খাতুন, হামিদুল ইসলাম আজম, হাবিবি জহির রায়হান, ডা. তোফাজ্জল হোসেন, সার্থক আলীম, কবি নজমুল হেলাল ও কায়কোবাদ রতন।

কবিতা আসরের পর চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক আব্দুস সালাম তারার নেতৃত্বে একঝাঁক শিল্পী সংগীত পরিবেশন করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন অ্যালবার্ড বিশ্বাস, রিচার্ড রহমান, সুমন ইকবাল, কাজল মাহমুদ, হোসেন জাকির, নটরাজ হারুন, সাজ্জাদ হোসেন, হোসেন ফারুক, আহমেদ বেলাল, মাসুদ রানা প্রমুখ।