ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

জোড়া খুনের আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৫১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বন্ধুর মায়ের অপমানের প্রতিশোধ নিতে গিয়ে যুবক সজল আলী ও মামুন অর রশিদ হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় আলুকদিয়া, চিৎলা, খাদিমপুর ও জুড়ানপুর ইউনিয়নবাসীর ব্যানারে ঘটনাস্থল ভালাইপুর মোড়ে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ভালাইপুর বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন দিপু, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লাল্টু, চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব প্রমুখ।
বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ৭ দিন পেরিয়ে গেলেও মূলহোতারা রয়েছে ধরা ছোয়ার বাইরে। অতিদ্রুত জোড়া খুনের মামলার মূল আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় তিনে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা। এসময় সদর উপজেলার ভালাইপুর মোড়ে মানববন্ধনকে ঘিরে অতিরিক্ত পুলিশের উপস্থিতি ছিল।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাতে সদর উপজেলার ভালাইপুর মোড়ের একটি কাপড়ের দোকানে দর কষাকষিকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে সজল আলী (২৭) ও মামুন অর রশিদ (২৪) নামে দুই যুবককে হত্যা করা হয়। পরের দিন বুধবার নিহত মামুন অর রশিদের বড় ভাই স্বপন আলী বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জোড়া খুনের আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপলোড টাইম : ০৭:৫১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বন্ধুর মায়ের অপমানের প্রতিশোধ নিতে গিয়ে যুবক সজল আলী ও মামুন অর রশিদ হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় আলুকদিয়া, চিৎলা, খাদিমপুর ও জুড়ানপুর ইউনিয়নবাসীর ব্যানারে ঘটনাস্থল ভালাইপুর মোড়ে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ভালাইপুর বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন দিপু, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লাল্টু, চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব প্রমুখ।
বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ৭ দিন পেরিয়ে গেলেও মূলহোতারা রয়েছে ধরা ছোয়ার বাইরে। অতিদ্রুত জোড়া খুনের মামলার মূল আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় তিনে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা। এসময় সদর উপজেলার ভালাইপুর মোড়ে মানববন্ধনকে ঘিরে অতিরিক্ত পুলিশের উপস্থিতি ছিল।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাতে সদর উপজেলার ভালাইপুর মোড়ের একটি কাপড়ের দোকানে দর কষাকষিকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে সজল আলী (২৭) ও মামুন অর রশিদ (২৪) নামে দুই যুবককে হত্যা করা হয়। পরের দিন বুধবার নিহত মামুন অর রশিদের বড় ভাই স্বপন আলী বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব।