ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

জীবননগরের উথলী বাজারে কাঁচামালের দোকানে চুরি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • / ৪৩ বার পড়া হয়েছে

প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলী বাজারে রাতে পাহারাদার থাকা সত্ত্বেও মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটছে। এসব চুরির ঘটনায় বাজার কমিটি কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় চুরির ঘটনা বাড়ছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা।

সর্বশেষ গত মঙ্গলবার দিবাগত রাতে উথলী বাজারে কাঁচামাল ব্যবসায়ী আবু সাঈদের দোকান থেকে ৬ ছয় হাজার টাকা চুরি হয়েছে। সাঈদ বলেন, ‘আমি একজন প্রতিবন্ধী মানুষ। আমার দোকানে চুরি হওয়ায় আমি নিঃস্ব হয়ে গেছি।’

বাজারের ব্যবসায়ীরা বলেন, ‘আমরা প্রতিদিন বাজার পাহারা দেওয়ার জন্য বাজার কমিটির মাধ্যমে ৫ থেকে ১০ টাকা করে দিয়ে আসছি। এই বাজারে তিনজন ব্যক্তি পাহারা দেয়। পাহারা ঠিক মতো না দেওয়ার কারণে এমন চুরির ঘটনা বারবার ঘটছে।’
পাহারাদার মুসা বলেন, ‘আমি গত রাত চারটার দিকে বাড়ি চলে গিয়েছিলাম। তখন এই চুরির ঘটনা ঘটতে পারে বলে আমি ধারণা করছি।’ এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী কাঁচামাল ব্যবসায়ী সাঈদ বলেন, ‘আমি এ চুরির ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে বাজার কমিটির কাছে মৌখিকভাবে জানিয়েছি এবং লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

বাজার কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, ‘বাজার পাহারাদারদের গাফিলিতের কারণেই এই চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তাই চোর সনাক্ত করার জন্য এক সপ্তাহ সময় দিয়েছি পাহারাদারকে। তারপরে কমিটি বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরের উথলী বাজারে কাঁচামালের দোকানে চুরি

আপলোড টাইম : ০৪:৫৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলী বাজারে রাতে পাহারাদার থাকা সত্ত্বেও মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটছে। এসব চুরির ঘটনায় বাজার কমিটি কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় চুরির ঘটনা বাড়ছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা।

সর্বশেষ গত মঙ্গলবার দিবাগত রাতে উথলী বাজারে কাঁচামাল ব্যবসায়ী আবু সাঈদের দোকান থেকে ৬ ছয় হাজার টাকা চুরি হয়েছে। সাঈদ বলেন, ‘আমি একজন প্রতিবন্ধী মানুষ। আমার দোকানে চুরি হওয়ায় আমি নিঃস্ব হয়ে গেছি।’

বাজারের ব্যবসায়ীরা বলেন, ‘আমরা প্রতিদিন বাজার পাহারা দেওয়ার জন্য বাজার কমিটির মাধ্যমে ৫ থেকে ১০ টাকা করে দিয়ে আসছি। এই বাজারে তিনজন ব্যক্তি পাহারা দেয়। পাহারা ঠিক মতো না দেওয়ার কারণে এমন চুরির ঘটনা বারবার ঘটছে।’
পাহারাদার মুসা বলেন, ‘আমি গত রাত চারটার দিকে বাড়ি চলে গিয়েছিলাম। তখন এই চুরির ঘটনা ঘটতে পারে বলে আমি ধারণা করছি।’ এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী কাঁচামাল ব্যবসায়ী সাঈদ বলেন, ‘আমি এ চুরির ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে বাজার কমিটির কাছে মৌখিকভাবে জানিয়েছি এবং লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

বাজার কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, ‘বাজার পাহারাদারদের গাফিলিতের কারণেই এই চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তাই চোর সনাক্ত করার জন্য এক সপ্তাহ সময় দিয়েছি পাহারাদারকে। তারপরে কমিটি বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’