ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

জীবননগরে স্বেচ্ছাসেবক দল নেতা সাইদুরের পিতার ইন্তেকাল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৪৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমানের পিতা মতিয়ার রহমান ঝনু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি আন্দুলবাড়ীয়া গ্রামের পশ্চিম বাজার পাড়ার প্রয়াত ইসলাম মণ্ডলের জামাতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র,এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আন্দুলবাড়ীয়া পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা, কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। মরহুমের নামাজে জানাযায় এলাকার সূধী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ শরীক হন।

এদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু, সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ, আহ্বায়ক কমিটির সদস্য ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, বিশিষ্ট সমাজসেবক সেলিম আকতার খান মিণ্টু, বিশিষ্ট ঠিকাদার ও ইটভাটা ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম পিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন। প্রয়াতের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা সকলের নিকট দোয়া চেয়েছেন প্রয়াতের বড় পুত্র কাঁচামাল ব্যবসায়ী আশিকুল ইসলাম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে স্বেচ্ছাসেবক দল নেতা সাইদুরের পিতার ইন্তেকাল

আপলোড টাইম : ০৫:৪৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমানের পিতা মতিয়ার রহমান ঝনু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি আন্দুলবাড়ীয়া গ্রামের পশ্চিম বাজার পাড়ার প্রয়াত ইসলাম মণ্ডলের জামাতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র,এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আন্দুলবাড়ীয়া পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা, কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। মরহুমের নামাজে জানাযায় এলাকার সূধী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ শরীক হন।

এদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু, সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ, আহ্বায়ক কমিটির সদস্য ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, বিশিষ্ট সমাজসেবক সেলিম আকতার খান মিণ্টু, বিশিষ্ট ঠিকাদার ও ইটভাটা ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম পিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন। প্রয়াতের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা সকলের নিকট দোয়া চেয়েছেন প্রয়াতের বড় পুত্র কাঁচামাল ব্যবসায়ী আশিকুল ইসলাম।