ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

জীবননগরে স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায় এমপি টগর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিদিন বাড়ছে রোগীর চাপ। ভর্তি থাকছে শয্যার থেকেও বেশি রোগী। এ জন্য হাসপাতালটি ৫০ শয্যায় উন্নতি করা হলেও এখনো কোনো কার্যক্রম চালু হয়নি। তাই দ্রুত কার্যক্রম চালুর দাবি করেন চিকিৎসকেরা। গতকাল সোমবার দুপুরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায় এই দাবি জানানো হয়। এছাড়া হাসপাতালের লোকবল, পরীক্ষার যন্ত্র ও অ্যাম্বুলেন্স সংকটের কথা তুলে ধরা হয়।

সভায় সংকট পূরণ ও হাসপাতাল ৫০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। এছাড়া এমপি টগর ও জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসপাতালে একজন মালি ও একজন ঝাড়ুদারের জন্য মাসে ১৫ হাজার করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এর আগে সকালে হাসপাতাল ঘুরে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এমপি টগর। এসময় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর বলেন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার মান আরও উন্নত করতে হবে। রোগীদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং সেবার মান আরও বৃদ্ধি করতে হবে। এর জন্য যা যা করার প্রয়োজন, তাই করা হবে।

সভায় স্বাগত বক্তব্য দেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিমা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান সুজন।

এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায় এমপি টগর

আপলোড টাইম : ০৮:২৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২

জীবননগর অফিস: জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিদিন বাড়ছে রোগীর চাপ। ভর্তি থাকছে শয্যার থেকেও বেশি রোগী। এ জন্য হাসপাতালটি ৫০ শয্যায় উন্নতি করা হলেও এখনো কোনো কার্যক্রম চালু হয়নি। তাই দ্রুত কার্যক্রম চালুর দাবি করেন চিকিৎসকেরা। গতকাল সোমবার দুপুরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায় এই দাবি জানানো হয়। এছাড়া হাসপাতালের লোকবল, পরীক্ষার যন্ত্র ও অ্যাম্বুলেন্স সংকটের কথা তুলে ধরা হয়।

সভায় সংকট পূরণ ও হাসপাতাল ৫০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। এছাড়া এমপি টগর ও জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসপাতালে একজন মালি ও একজন ঝাড়ুদারের জন্য মাসে ১৫ হাজার করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এর আগে সকালে হাসপাতাল ঘুরে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এমপি টগর। এসময় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর বলেন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার মান আরও উন্নত করতে হবে। রোগীদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং সেবার মান আরও বৃদ্ধি করতে হবে। এর জন্য যা যা করার প্রয়োজন, তাই করা হবে।

সভায় স্বাগত বক্তব্য দেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিমা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান সুজন।

এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী প্রমুখ।