ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

জীবননগরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ও গুজব প্রতিরোধে মহিলা সমাবেশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: জীবননগরে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় ও গুজব প্রতিরোধে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ধর্মীয় বিষয়ের প্রকৃত শিক্ষা ও মানবিক মূল্যবোধসহ সহনশীল আচরণ এবং একে অন্যের প্রতি মিথ্যা অপবাদ, ক্ষতিকর, শিষ্টাচার বর্হিভূত বক্তব্য প্রদান থেকে বিরত এবং অবাস্তব বিষয়ে উপস্থিত মহিলাদের সচেতন থাকার আহ্বান জানান। সেই সাথে আত্মহত্যা না করে জীবন সংগ্রামে টিকে থাকতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন তিনি।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও গুজব রোধে সচেতন থেকে নিজ পরিবেশ ও সামাজিক মাধ্যমে সকলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়েশা সুলতানা লাকি, সহকারী তথ্য অফিসার মো. রোস্তম আলী, সীমান্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আরজাম হোসেন ও হরিহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. লুৎফা খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেন। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও মহিলাসহ প্রায় ২৫০ জন উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ও গুজব প্রতিরোধে মহিলা সমাবেশ

আপলোড টাইম : ০৮:৫৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২

সমীকরণ প্রতিবেদন: জীবননগরে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় ও গুজব প্রতিরোধে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ধর্মীয় বিষয়ের প্রকৃত শিক্ষা ও মানবিক মূল্যবোধসহ সহনশীল আচরণ এবং একে অন্যের প্রতি মিথ্যা অপবাদ, ক্ষতিকর, শিষ্টাচার বর্হিভূত বক্তব্য প্রদান থেকে বিরত এবং অবাস্তব বিষয়ে উপস্থিত মহিলাদের সচেতন থাকার আহ্বান জানান। সেই সাথে আত্মহত্যা না করে জীবন সংগ্রামে টিকে থাকতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন তিনি।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও গুজব রোধে সচেতন থেকে নিজ পরিবেশ ও সামাজিক মাধ্যমে সকলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়েশা সুলতানা লাকি, সহকারী তথ্য অফিসার মো. রোস্তম আলী, সীমান্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আরজাম হোসেন ও হরিহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. লুৎফা খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেন। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও মহিলাসহ প্রায় ২৫০ জন উপস্থিত ছিলেন।