ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

জীবননগরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণকালে এমপি টগর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৩৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • / ২৫ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:

জীবননগরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট (ট্যাব), ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ট্যাব, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকুনুজ্জামান।

প্রধান অতিতির বক্তব্যে এমপি টগর বলেন, স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি পুনরায় দেশবিরোধী নানা অপতৎপরতা চালাচ্ছে। তারা ক্ষমতায় এলে উন্নয়নের ধারা বাধাগ্রস্ত হবে, সে বিষয়ে নতুন প্রজন্মসহ দেশের মানুষকে সজাগ থাকতে হবে। বর্তমান শিক্ষা ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা প্রতিভার স্বাক্ষর রাখছে, সে কারণে সর্বক্ষেত্রে মেয়েদের অবস্থান এগিয়ে থাকছে। ছেলেদের বিষয়টি অনুধাবন করে লেখাপড়ায় আরো মনোযোগী হতে হবে।

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের চিকিৎসক-প্রকৌশলী হওয়ার প্রচেষ্টার মতোই ‘প্রকৃত মানুষ’ হওয়ার প্রচেষ্টা চালাতে হবে। চিকিৎসক-প্রকৌশলী হতে হলে প্রতিযোগিতা করতে হয়। কিন্তু ‘সত্যিকারে মানুষ’ হতে হলে কারও সঙ্গে প্রতিযোগিতা করতে হয় না। নিজের ইচ্ছেশক্তিই যথেষ্ট। বর্তমান সমাজে চিকিৎসক, প্রকৌশলী, আমলার অভাব না হলেও, সত্যিকারের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষের অভাব রয়েছে। তাই আমরা চাই তোমরা আমাদের আগামীর কর্ণধার হিসেবে মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠো।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী। এছাড়াও জীবননগর পৌরসভার সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পে ব্যবহৃত ২৭০টি ট্যাব উপজেলার ২৭০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ট্যাব বিতরণ করা হয়। এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে ১০টি বাইসাইকলে প্রদান করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণকালে এমপি টগর

আপলোড টাইম : ০২:৩৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

জীবননগর অফিস:

জীবননগরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট (ট্যাব), ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ট্যাব, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকুনুজ্জামান।

প্রধান অতিতির বক্তব্যে এমপি টগর বলেন, স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি পুনরায় দেশবিরোধী নানা অপতৎপরতা চালাচ্ছে। তারা ক্ষমতায় এলে উন্নয়নের ধারা বাধাগ্রস্ত হবে, সে বিষয়ে নতুন প্রজন্মসহ দেশের মানুষকে সজাগ থাকতে হবে। বর্তমান শিক্ষা ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা প্রতিভার স্বাক্ষর রাখছে, সে কারণে সর্বক্ষেত্রে মেয়েদের অবস্থান এগিয়ে থাকছে। ছেলেদের বিষয়টি অনুধাবন করে লেখাপড়ায় আরো মনোযোগী হতে হবে।

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের চিকিৎসক-প্রকৌশলী হওয়ার প্রচেষ্টার মতোই ‘প্রকৃত মানুষ’ হওয়ার প্রচেষ্টা চালাতে হবে। চিকিৎসক-প্রকৌশলী হতে হলে প্রতিযোগিতা করতে হয়। কিন্তু ‘সত্যিকারে মানুষ’ হতে হলে কারও সঙ্গে প্রতিযোগিতা করতে হয় না। নিজের ইচ্ছেশক্তিই যথেষ্ট। বর্তমান সমাজে চিকিৎসক, প্রকৌশলী, আমলার অভাব না হলেও, সত্যিকারের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষের অভাব রয়েছে। তাই আমরা চাই তোমরা আমাদের আগামীর কর্ণধার হিসেবে মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠো।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী। এছাড়াও জীবননগর পৌরসভার সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পে ব্যবহৃত ২৭০টি ট্যাব উপজেলার ২৭০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ট্যাব বিতরণ করা হয়। এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে ১০টি বাইসাইকলে প্রদান করা হয়।