ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
  • আপলোড টাইম : ০৫:২৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • / ২৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরের রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় ফাতেমা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া-হাসাদাহ সড়কের কর্চাডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কর্চাডাঙ্গা গ্রামের সবেদ আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে ফাতেমা খাতুন নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি দ্রুত গতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। এসময় স্থানীয় ব্যক্তিরা দ্রুত তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়।

এবিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। তবে এ ঘটনা নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দিয়ে পরিবারের নিকট হস্তাস্তর করা হয়।’

এদিকে, গতকাল বাদ আসর কার্চাডাঙ্গা ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে কর্চাডাঙ্গা কবরস্থানে নিহত বৃদ্ধার লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

আপলোড টাইম : ০৫:২৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১

চুয়াডাঙ্গার জীবননগরের রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় ফাতেমা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া-হাসাদাহ সড়কের কর্চাডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কর্চাডাঙ্গা গ্রামের সবেদ আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে ফাতেমা খাতুন নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি দ্রুত গতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। এসময় স্থানীয় ব্যক্তিরা দ্রুত তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়।

এবিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। তবে এ ঘটনা নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দিয়ে পরিবারের নিকট হস্তাস্তর করা হয়।’

এদিকে, গতকাল বাদ আসর কার্চাডাঙ্গা ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে কর্চাডাঙ্গা কবরস্থানে নিহত বৃদ্ধার লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়।