ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

জীবননগরে ভুয়া মেজর সেজে প্রতারণা, যুবক গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • / ৩৭ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগর থেকে ভুয়া মেজর সেজে প্রতারণার অভিযোগে শাহীনুজ্জামান মিঠুন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে তাকে পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়েছে। গতকাল বুধবার সকালে মিঠুনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, জীবননগর কোর্টপাড়ার মৃত নিজাম উদ্দিন ওরফে আলফাজের ছেলে শাহীনুজ্জামান মিঠুন নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন। তিনি জীবননগর বাজারে ব্যবসার জন্য তার মায়ের নামে উপজেলার বাঁকা গ্রামের শরিফ উদ্দিন মালিতার পাঁচটি ঘরভাড়া নেন। কিন্তু মিঠুন ঘরভাড়ার চুক্তিনামার একটি কপি ঘর মালিককে না দেওয়ায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে ঘর মালিক শরিফ তার এক আত্মীয় চট্টগ্রাম হলিশহর আর্টিলারী কোরে কর্মরত মেজর জুলফিক্কারকে বিষয়টি জানান। তিনি এ ব্যাপারে মেজর পরিচয়দানকারী মিঠুনের সঙ্গে যোগাযোগ করলে তার সঙ্গে খারাপ আচরণ করেন। একপর্যায়ে তিনি নিশ্চিত হন মিঠুন ভুয়া মেজর। পরে তিনি শরিফকে থানায় অভিযোগ করতে বলেন। পুলিশ অভিযোগ পেয়ে মিঠুনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, অভিযোগের ভিত্তিতে মেজর পরিচয়দানকারী মিঠুনকে থানায় আনা হয়। পরে খোঁজখবর নিয়ে নিশ্চিত হই মিঠুন ভুয়া মেজর। তিনি শরিফের সঙ্গে প্রতারণা করেছিলেন। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। আর মিঠুনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে ভুয়া মেজর সেজে প্রতারণা, যুবক গ্রেপ্তার

আপলোড টাইম : ০৭:৪৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

জীবননগর অফিস:
জীবননগর থেকে ভুয়া মেজর সেজে প্রতারণার অভিযোগে শাহীনুজ্জামান মিঠুন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে তাকে পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়েছে। গতকাল বুধবার সকালে মিঠুনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, জীবননগর কোর্টপাড়ার মৃত নিজাম উদ্দিন ওরফে আলফাজের ছেলে শাহীনুজ্জামান মিঠুন নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন। তিনি জীবননগর বাজারে ব্যবসার জন্য তার মায়ের নামে উপজেলার বাঁকা গ্রামের শরিফ উদ্দিন মালিতার পাঁচটি ঘরভাড়া নেন। কিন্তু মিঠুন ঘরভাড়ার চুক্তিনামার একটি কপি ঘর মালিককে না দেওয়ায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে ঘর মালিক শরিফ তার এক আত্মীয় চট্টগ্রাম হলিশহর আর্টিলারী কোরে কর্মরত মেজর জুলফিক্কারকে বিষয়টি জানান। তিনি এ ব্যাপারে মেজর পরিচয়দানকারী মিঠুনের সঙ্গে যোগাযোগ করলে তার সঙ্গে খারাপ আচরণ করেন। একপর্যায়ে তিনি নিশ্চিত হন মিঠুন ভুয়া মেজর। পরে তিনি শরিফকে থানায় অভিযোগ করতে বলেন। পুলিশ অভিযোগ পেয়ে মিঠুনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, অভিযোগের ভিত্তিতে মেজর পরিচয়দানকারী মিঠুনকে থানায় আনা হয়। পরে খোঁজখবর নিয়ে নিশ্চিত হই মিঠুন ভুয়া মেজর। তিনি শরিফের সঙ্গে প্রতারণা করেছিলেন। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। আর মিঠুনকে আদালতে সোপর্দ করা হয়েছে।