ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

জীবননগরে ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
  • / ১৭ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগরে ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাঁকা-সুটিয়া সড়কের লতিফ ব্রিকসের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে।

সূত্র জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ব্যবসায়ী মিঠু জীবননগর বাজার থেকে বাড়ি যাওয়ার সময় বাঁকা-সুটিয়া সড়কের লতিফ ব্রিকসের সামনে ছিনতাইয়ের কবলে পড়েন। এসময় টাকা ও মোটরসাইকেল দিতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয়। তবে তিনি কৌশলে পালিয়ে যান। এদিকে রাত সাড়ে ১০টার দিকে একই জায়গায় জীবননগর বাজারের ওষুধ ব্যবসায়ী আরিফুল ইসলাম ছিনতাইয়ের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁকে কুপিয়ে জখম করে মোটরসাইকেল ও টাকা ছিনিয়ে নেয়। আরিফুল জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

ছিনতাইয়ের শিকার আরিফুল ইসলাম বলেন, ‘রাতে দোকান বন্ধ করে আমি একা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলাম। বাঁকা-সুটিয়া সড়কের লতিফ ব্রিকসের সামনে পৌঁছালে পাঁচ থেকে ছয়জন ছিনতাইকারী আমার গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের কাছে থাকা অস্ত্র দিয়ে আমার হাতে কোপ দেয়। পরে আমার পালসার মোটরসাইকেল ও কাছে থাকা ১ লাখ ৯৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।’

এবিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ছিনতাইয়ের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। ওসি আব্দুল খালেক আরও বলেন, পূর্বশত্রুতার জেরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ছিনতাইয়ের শিকার আরিফ একজনকে চেনেন বলে জানিয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই!

আপলোড টাইম : ০৯:১৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২

জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগরে ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাঁকা-সুটিয়া সড়কের লতিফ ব্রিকসের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে।

সূত্র জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ব্যবসায়ী মিঠু জীবননগর বাজার থেকে বাড়ি যাওয়ার সময় বাঁকা-সুটিয়া সড়কের লতিফ ব্রিকসের সামনে ছিনতাইয়ের কবলে পড়েন। এসময় টাকা ও মোটরসাইকেল দিতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয়। তবে তিনি কৌশলে পালিয়ে যান। এদিকে রাত সাড়ে ১০টার দিকে একই জায়গায় জীবননগর বাজারের ওষুধ ব্যবসায়ী আরিফুল ইসলাম ছিনতাইয়ের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁকে কুপিয়ে জখম করে মোটরসাইকেল ও টাকা ছিনিয়ে নেয়। আরিফুল জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

ছিনতাইয়ের শিকার আরিফুল ইসলাম বলেন, ‘রাতে দোকান বন্ধ করে আমি একা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলাম। বাঁকা-সুটিয়া সড়কের লতিফ ব্রিকসের সামনে পৌঁছালে পাঁচ থেকে ছয়জন ছিনতাইকারী আমার গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের কাছে থাকা অস্ত্র দিয়ে আমার হাতে কোপ দেয়। পরে আমার পালসার মোটরসাইকেল ও কাছে থাকা ১ লাখ ৯৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।’

এবিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ছিনতাইয়ের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। ওসি আব্দুল খালেক আরও বলেন, পূর্বশত্রুতার জেরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ছিনতাইয়ের শিকার আরিফ একজনকে চেনেন বলে জানিয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।