ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

জীবননগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা আমির রুহুল আমিন

জামায়াত আপনাদের পাশে আছে এবং সবসময় থাকবে

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ০৬:৪১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • / ১০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন বলেছেন, ‘হিন্দু সম্প্রদায়ের সবাই এ দেশের নাগরিক। আমরা চাই, সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক। হিন্দু সম্প্রদায়ের মানুষকে সংখ্যালঘু বলা যাবে না, তারাও এ দেশের নাগরিক। সবচেয়ে বড় কথা আমরা সবাই মানুষ। একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে আমরা কেন ছোট করে দেখব। বাংলাদেশ জামায়াত ইসলাম আপনাদের পাশে আছে এবং সবসময় থাকবে। যাতে করে কোনো দুষ্কৃতিকারী, চক্রান্তকারী কিংবা কোনো দলের গুন্ডাবাহিনী আপনাদের কোনো ক্ষতি করতে না পারে, সে জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর ভাইয়েরা সবসময় আপনাদের পাশে আছে।’
গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে দুর্গাপূজা উপলক্ষে জীবননগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রুহুল আমিন আরও বলেন, ‘আপনারা নির্ভয়ে আপনাদের পূজা-অর্চনা করবেন, কেউ বাঁধা দিবে না। আপনারা কেউ নিজেকে সংখ্যালঘু মনে করবেন না। আমার যদি কথা বলার অধিকার থাকে, তবে আপনারও থাকবে। আমাদের ছোট্ট এই দেশটাকে নিয়ে অনেক চক্রান্ত চলছে। আপনারা নির্ভয়ে ব্যবসা-বাণিজ্য করবেন, আমরা আপনাদের গায়ে একটা আচড়ও লাগতে দেব না। কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধে ভূমিকা রাখব।’
এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের সুবিধা-অসুবিধাসমূহ শোনেন এবং বর্তমান পরিস্থিতিতে তাদের যে কোনো সমস্যায় পাশে থেকে সব ধরনের সাহায্য-সহযোগিতার আশ^াস দেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মহিউদ্দিন, হাফিজুর রহমান, জিয়াউল হক, জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি হাফেজ বেলাল হোসাইন, অর্থ সম্পাদক আসাবুল হক মল্লিক, পৌর জামায়াতের আমির মাওলানা ফিরোজ হোসেন, সেক্রেটারি ইব্রাহিম খলিল, সীমান্ত ইউনিয়ন আমিন আবু বকর সিদ্দিক, হাসাদাহ ইউনিয়ন আমির কামাল উদ্দিন, রায়পুর ইউনিয়ন আমির আমির হামজা প্রমুখ।
এর আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগনগর গ্রামের ১০টি হিন্দু পরিবারকে ফুড প্যাকেট দেওয়া হয়। এছাড়া জীবননগর উপজেলার বকুন্ডিয়া মসজিদে মাগরিব এবং রায়পুরে মসজিদে এশার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা আমির রুহুল আমিন

জামায়াত আপনাদের পাশে আছে এবং সবসময় থাকবে

আপলোড টাইম : ০৬:৪১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন বলেছেন, ‘হিন্দু সম্প্রদায়ের সবাই এ দেশের নাগরিক। আমরা চাই, সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক। হিন্দু সম্প্রদায়ের মানুষকে সংখ্যালঘু বলা যাবে না, তারাও এ দেশের নাগরিক। সবচেয়ে বড় কথা আমরা সবাই মানুষ। একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে আমরা কেন ছোট করে দেখব। বাংলাদেশ জামায়াত ইসলাম আপনাদের পাশে আছে এবং সবসময় থাকবে। যাতে করে কোনো দুষ্কৃতিকারী, চক্রান্তকারী কিংবা কোনো দলের গুন্ডাবাহিনী আপনাদের কোনো ক্ষতি করতে না পারে, সে জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর ভাইয়েরা সবসময় আপনাদের পাশে আছে।’
গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে দুর্গাপূজা উপলক্ষে জীবননগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রুহুল আমিন আরও বলেন, ‘আপনারা নির্ভয়ে আপনাদের পূজা-অর্চনা করবেন, কেউ বাঁধা দিবে না। আপনারা কেউ নিজেকে সংখ্যালঘু মনে করবেন না। আমার যদি কথা বলার অধিকার থাকে, তবে আপনারও থাকবে। আমাদের ছোট্ট এই দেশটাকে নিয়ে অনেক চক্রান্ত চলছে। আপনারা নির্ভয়ে ব্যবসা-বাণিজ্য করবেন, আমরা আপনাদের গায়ে একটা আচড়ও লাগতে দেব না। কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধে ভূমিকা রাখব।’
এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের সুবিধা-অসুবিধাসমূহ শোনেন এবং বর্তমান পরিস্থিতিতে তাদের যে কোনো সমস্যায় পাশে থেকে সব ধরনের সাহায্য-সহযোগিতার আশ^াস দেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মহিউদ্দিন, হাফিজুর রহমান, জিয়াউল হক, জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি হাফেজ বেলাল হোসাইন, অর্থ সম্পাদক আসাবুল হক মল্লিক, পৌর জামায়াতের আমির মাওলানা ফিরোজ হোসেন, সেক্রেটারি ইব্রাহিম খলিল, সীমান্ত ইউনিয়ন আমিন আবু বকর সিদ্দিক, হাসাদাহ ইউনিয়ন আমির কামাল উদ্দিন, রায়পুর ইউনিয়ন আমির আমির হামজা প্রমুখ।
এর আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগনগর গ্রামের ১০টি হিন্দু পরিবারকে ফুড প্যাকেট দেওয়া হয়। এছাড়া জীবননগর উপজেলার বকুন্ডিয়া মসজিদে মাগরিব এবং রায়পুরে মসজিদে এশার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন।