ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

জীবননগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৩৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের নকআউট পর্বের প্রথম খেলায় মনোহরপুর ইউনিয়ন বিজয়ী হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে নকআউট পর্বের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। এতে মনোহরপুর ইউনিয়ন বনাম জীবননগর পৌরসভা অংশগ্রহণ করে। খেলায় মনোহরপুর ইউনিয়ন ১-০ গোলে জীবননগর পৌরসভাকে হারিয়ে ৩ পয়েন্ট অর্জন করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল। খেলায় সহযোগিতায় ছিলেন উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু।

দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় মনোহরপুর ইউনিয়নের পক্ষে ২৩ মিনিটের মাথায় ১০ নম্বর জার্সিধারী ইমরান দুই-তিনজনকে কাটিয়ে ডি বক্সের ভেতরে গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান। প্রথমার্ধে আর কোনো পক্ষ গোলের দেখা না পেলে ১-০ শেষ হয়। দ্বিতীয়ার্ধ্যে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে জীবননগর পৌরসভা দল। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মাথায় জীবননগর পৌরসভা প্লান্টির সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। খেলায় জীবননগর পৌরসভা ৭টি কর্ণারের সুযোগ পেয়েছিল, অপরদিকে মনোহরপুর ইউনিয়ন পেয়েছে ২টি। হলুদ কার্ড পেয়েছে মনোহরপুর ইউনিয়নের ১০ নম্বর জার্সিধারী ও জীবননগর পৌরসভার ৮ নম্বর জার্সিধারী। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাইদুর রহমান, সহকারী রেফারি ছিলেন জালাল উদ্দীন ও হাবিবুর রহমান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

আপলোড টাইম : ০৩:৩৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩

জীবননগর অফিস:
জীবননগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের নকআউট পর্বের প্রথম খেলায় মনোহরপুর ইউনিয়ন বিজয়ী হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে নকআউট পর্বের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। এতে মনোহরপুর ইউনিয়ন বনাম জীবননগর পৌরসভা অংশগ্রহণ করে। খেলায় মনোহরপুর ইউনিয়ন ১-০ গোলে জীবননগর পৌরসভাকে হারিয়ে ৩ পয়েন্ট অর্জন করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল। খেলায় সহযোগিতায় ছিলেন উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু।

দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় মনোহরপুর ইউনিয়নের পক্ষে ২৩ মিনিটের মাথায় ১০ নম্বর জার্সিধারী ইমরান দুই-তিনজনকে কাটিয়ে ডি বক্সের ভেতরে গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান। প্রথমার্ধে আর কোনো পক্ষ গোলের দেখা না পেলে ১-০ শেষ হয়। দ্বিতীয়ার্ধ্যে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে জীবননগর পৌরসভা দল। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মাথায় জীবননগর পৌরসভা প্লান্টির সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। খেলায় জীবননগর পৌরসভা ৭টি কর্ণারের সুযোগ পেয়েছিল, অপরদিকে মনোহরপুর ইউনিয়ন পেয়েছে ২টি। হলুদ কার্ড পেয়েছে মনোহরপুর ইউনিয়নের ১০ নম্বর জার্সিধারী ও জীবননগর পৌরসভার ৮ নম্বর জার্সিধারী। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাইদুর রহমান, সহকারী রেফারি ছিলেন জালাল উদ্দীন ও হাবিবুর রহমান।