ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

জীবননগরে ফেনসিডিল ও গাঁজাসহ দুজন আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • / ২১ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:

জীবননগর থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৩০০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটা এবং রাত সাড়ে ৮টার দিকে তাঁদের আটক করা হয়। আটক দুজন হলেন- জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের মো. আজিমুল হকের ছেলে মো. রাজা মিয়া (২৫) ও গয়েশপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে মো. মিজানুর রহমান (৪০)। বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান।

জীবননগর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে এসআই এসএম রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা মানিকপুর গ্রামের বটতলা থেকে মো. রাজা মিয়াকে আটক করেন। এসময় তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এর আগে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এসআই এসএম রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা গয়েশপুর থেকে মো. মিজানুর রহমানকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, মাদকসহ আটক দুজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। মঙ্গলবার তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে ফেনসিডিল ও গাঁজাসহ দুজন আটক

আপলোড টাইম : ১২:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

জীবননগর অফিস:

জীবননগর থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৩০০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটা এবং রাত সাড়ে ৮টার দিকে তাঁদের আটক করা হয়। আটক দুজন হলেন- জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের মো. আজিমুল হকের ছেলে মো. রাজা মিয়া (২৫) ও গয়েশপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে মো. মিজানুর রহমান (৪০)। বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান।

জীবননগর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে এসআই এসএম রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা মানিকপুর গ্রামের বটতলা থেকে মো. রাজা মিয়াকে আটক করেন। এসময় তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এর আগে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এসআই এসএম রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা গয়েশপুর থেকে মো. মিজানুর রহমানকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, মাদকসহ আটক দুজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। মঙ্গলবার তাঁদের আদালতে সোপর্দ করা হবে।