ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

জীবননগরে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৪৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • / ১৬ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:

জীবননগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধার সঙ্গে মতবিনিময় করেছেন সাংবাদিকেরা। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জীবননগর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত ওসি বলেন, সাংবাদিকেরা কলম সৈনিক। এই কলমের মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরে সমাধানের পথ দেখান সাংবাদিকেরা। আবার এই কলমের মাধ্যমে মানুষকে বিপদেও ফেলা যায়। আমি আশা করব আপনারা সাংবাদিকতার ভালো দিকটা নেবেন। সাংবাদিক ও পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাসসহ সকল অপরাধ কমিয়ে আনা সম্ভব। তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় সাংবাদিকেরা বলেন, তারা সবসময় পুলিশকে সহযোগিতা করে। তাদেরও বিভিন্ন তথ্য পেতে পুলিশের সহযোগিতা প্রয়োজন। এসময় ওসি বলেন, ‘যখনই দরকার হবে আমাকে ফোন দেবেন। রাত ৩টা হলেও ফোন দেবেন। কোনো পুলিশ ফোন না ধরলে ৯৯৯-এ ফোন দেবেন।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, সিনিয়র সাংবাদিক নারায়ণ ভৌমিক, মামুন উর রহমান, হুমায়ূন কবির, মাজেদুর রহমান লিটন, চাষী রমজান, মিঠুন মাহমুদ, রিপন হোসেন, মুতাছিন বিল্লাহ, নয়ন আহমেদ, সম্রাট প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আপলোড টাইম : ০৫:৪৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩

জীবননগর অফিস:

জীবননগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধার সঙ্গে মতবিনিময় করেছেন সাংবাদিকেরা। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জীবননগর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত ওসি বলেন, সাংবাদিকেরা কলম সৈনিক। এই কলমের মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরে সমাধানের পথ দেখান সাংবাদিকেরা। আবার এই কলমের মাধ্যমে মানুষকে বিপদেও ফেলা যায়। আমি আশা করব আপনারা সাংবাদিকতার ভালো দিকটা নেবেন। সাংবাদিক ও পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাসসহ সকল অপরাধ কমিয়ে আনা সম্ভব। তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় সাংবাদিকেরা বলেন, তারা সবসময় পুলিশকে সহযোগিতা করে। তাদেরও বিভিন্ন তথ্য পেতে পুলিশের সহযোগিতা প্রয়োজন। এসময় ওসি বলেন, ‘যখনই দরকার হবে আমাকে ফোন দেবেন। রাত ৩টা হলেও ফোন দেবেন। কোনো পুলিশ ফোন না ধরলে ৯৯৯-এ ফোন দেবেন।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, সিনিয়র সাংবাদিক নারায়ণ ভৌমিক, মামুন উর রহমান, হুমায়ূন কবির, মাজেদুর রহমান লিটন, চাষী রমজান, মিঠুন মাহমুদ, রিপন হোসেন, মুতাছিন বিল্লাহ, নয়ন আহমেদ, সম্রাট প্রমুখ।