ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

জীবননগরে ট্রাক্টরচাপায় নারী এনজিও কর্মী নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ৩৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক নারী এনজিও কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সেনেরহুদা গ্রামের বসুতিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা খাতুনের (৩২) বাড়ি যশোরের মনিরামপুরে। তিনি আন্দুলবাড়ীয়া ব্র্যাক অফিসের মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। এসময় আহত হয়েছেন নাজমা খাতুনের সহকর্মী অনাদী চরণ (৩৩)। তার বাড়ি সাতক্ষীরা জেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া থেকে মোটরসাইকেলে তারা সেনেরহুদা গ্রামের মধ্যদিয়ে উথলী বাজারের দিকে যাচ্ছিলেন। তারা সেনেরহুদা বসুতিপাড়া এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা দেহাটি অভিমুখী মাটিভর্তি একটি ট্রাক্টর দেখে মোটরসাইকেল ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে নাজমা খাতুন সড়কের ওপর এবং মোটরসাইকেল চালক সড়কের পাশে পড়ে যান। এসময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নাজমা খাতুন ঘটনাস্থলেই মারা যান। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে জীবননগর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ নিজেদের হেফাজতে নেয়।

উল্লেখ্য, জীবননগর উপজেলার বিভিন্ন সড়কের ওপর শাকগাছ বিছিয়ে রাখা ও খড়ি শুকানোর ঘটনা দীর্ঘদিন ধরে চলছে। এসব ঘটনায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। যার কারণে বিভিন্ন সময় সড়ক প্রায় দুর্ঘটনা ঘটে। গতকালও রাস্তার ওপর খড়ি রাখার কারণেই এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সড়কের উভয় পাশে পর্যাপ্ত জায়গা না রাখলে এভাবে সড়ক দুর্ঘটনা ঘটতেই থাকবে। পাশাপাশি গ্রামের সরু রাস্তা দিয়ে দিনের বেলা মাটিভর্তি ট্রাক্টর চলাচলও বন্ধ করা উচিৎ।

এদিকে ট্রাক্টর আটকের জন্য সেনেরহুদা গ্রামের কতিপয় যুবক মোটরসাইকেলে দেহাটি গ্রামের শাহ ইটভাটায় গেলে ভাটার লোকজন তাদের মারপিট করে। তাদের আঘাতে সেনেরহুদা গ্রামের দুই যুবক রক্তাক্ত জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে ট্রাক্টরচাপায় নারী এনজিও কর্মী নিহত

আপলোড টাইম : ০৮:১৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক নারী এনজিও কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সেনেরহুদা গ্রামের বসুতিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা খাতুনের (৩২) বাড়ি যশোরের মনিরামপুরে। তিনি আন্দুলবাড়ীয়া ব্র্যাক অফিসের মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। এসময় আহত হয়েছেন নাজমা খাতুনের সহকর্মী অনাদী চরণ (৩৩)। তার বাড়ি সাতক্ষীরা জেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া থেকে মোটরসাইকেলে তারা সেনেরহুদা গ্রামের মধ্যদিয়ে উথলী বাজারের দিকে যাচ্ছিলেন। তারা সেনেরহুদা বসুতিপাড়া এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা দেহাটি অভিমুখী মাটিভর্তি একটি ট্রাক্টর দেখে মোটরসাইকেল ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে নাজমা খাতুন সড়কের ওপর এবং মোটরসাইকেল চালক সড়কের পাশে পড়ে যান। এসময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নাজমা খাতুন ঘটনাস্থলেই মারা যান। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে জীবননগর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ নিজেদের হেফাজতে নেয়।

উল্লেখ্য, জীবননগর উপজেলার বিভিন্ন সড়কের ওপর শাকগাছ বিছিয়ে রাখা ও খড়ি শুকানোর ঘটনা দীর্ঘদিন ধরে চলছে। এসব ঘটনায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। যার কারণে বিভিন্ন সময় সড়ক প্রায় দুর্ঘটনা ঘটে। গতকালও রাস্তার ওপর খড়ি রাখার কারণেই এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সড়কের উভয় পাশে পর্যাপ্ত জায়গা না রাখলে এভাবে সড়ক দুর্ঘটনা ঘটতেই থাকবে। পাশাপাশি গ্রামের সরু রাস্তা দিয়ে দিনের বেলা মাটিভর্তি ট্রাক্টর চলাচলও বন্ধ করা উচিৎ।

এদিকে ট্রাক্টর আটকের জন্য সেনেরহুদা গ্রামের কতিপয় যুবক মোটরসাইকেলে দেহাটি গ্রামের শাহ ইটভাটায় গেলে ভাটার লোকজন তাদের মারপিট করে। তাদের আঘাতে সেনেরহুদা গ্রামের দুই যুবক রক্তাক্ত জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।