ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

জীবননগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • / ৩৭ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগরে সড়ক দুর্ঘটনায় বিপ্লব হোসেন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা রুবেল হোসেন (৩৫) নামের আরও একজন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ছয়টায় জীবননগর উপজেলার সন্তোষপুর বাসস্ট্যান্ডের অদূরে আন্দুলবাড়ীয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। বিপ্লব হোসেন ঝিনাইদহ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে এবং আহত রুবেল হোসেন একই উপজেলার ব্যাপারিপাড়ার গোলাম রসূলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আন্দুলবাড়ীয়া থেকে মোটরসাইকেলযোগে বিপ্লব ও রুবেল সন্তোষপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। তারা একতারপুর বাওড়ের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পোল ফ্যাক্টরির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা বিপ্লব হোসেন রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। আর তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক রুবেল হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করে

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ট্রাকের ধাক্কায় বিপ্লব ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আর রুবেল গুরুতর আহত হয়েছেন। আমরা বিপ্লবের পরিবারকে খবর দিয়েছি। তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‘ ওসি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। তাকে আটক করতে থানা-পুলিশ কাজ করছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপলোড টাইম : ০৮:৩৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

জীবননগর অফিস:
জীবননগরে সড়ক দুর্ঘটনায় বিপ্লব হোসেন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা রুবেল হোসেন (৩৫) নামের আরও একজন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ছয়টায় জীবননগর উপজেলার সন্তোষপুর বাসস্ট্যান্ডের অদূরে আন্দুলবাড়ীয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। বিপ্লব হোসেন ঝিনাইদহ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে এবং আহত রুবেল হোসেন একই উপজেলার ব্যাপারিপাড়ার গোলাম রসূলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আন্দুলবাড়ীয়া থেকে মোটরসাইকেলযোগে বিপ্লব ও রুবেল সন্তোষপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। তারা একতারপুর বাওড়ের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পোল ফ্যাক্টরির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা বিপ্লব হোসেন রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। আর তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক রুবেল হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করে

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ট্রাকের ধাক্কায় বিপ্লব ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আর রুবেল গুরুতর আহত হয়েছেন। আমরা বিপ্লবের পরিবারকে খবর দিয়েছি। তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‘ ওসি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। তাকে আটক করতে থানা-পুলিশ কাজ করছে।