ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

জীবননগরে কৃষকদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: জীবননগরে ভেজাল ও নিম্নমানের সার বিক্রি করার অপরাধে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় নিম্নমানের ও ভেজাল সার উদ্ধার করে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে জীবননগর থানা পুলিশের সহযোগিতায় পৌর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।

জানা গেছে, কৃষকদের অভিযোগের ভিত্তিতে জীবননগর কৃষি অফিস জীবননগর বাজারের নারায়ণপুর মোড়ে অবস্থিত কাওসার আলীর কণা স্টোর থেকে টরি জিংক, পশ্চিম বাজারের নাসির উদ্দীনের মেসার্স মণ্ডল ট্রেডার্স ও আব্দুর রহমানের সেতু এন্টারপ্রাইজ থেকে প্লান্ট দস্তা সারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। উক্ত নমুনা সারে জিংক ৩৬% উপস্থিত থাকার কথা থাকলেও পরীক্ষায় ১৭.৮% উপস্থিতি পাওয়া যায়। ফলে নিম্নমানের ভেজাল সার ব্যবহার করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে আসছিলেন। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর উপজেলা কৃষি অফিস জীবননগর উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কণা এন্টারপ্রাইজ থেকে ১ হাজার কেজি ও সেতু এন্টারপ্রাইজ থেকে ১৫০ কেজি সার জব্দ করেন এবং মেসার্স মণ্ডল ট্রেডার্স কৌশলে নিম্নমানের সার কোম্পানির নিকট ফেরত দেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা ও কোম্পানির নিকট ফেরত দেওয়া মাল হাজির করার শর্তে দোকান সিলগালা করে দেওয়া হয়। এছাড়া কণা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং সেতু এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নাম প্রকাশ না করার শর্তে বেশকিছু কৃষক অভিযোগ করে বলেন, জীবননগর পৌর শহরের দত্তনগর রোডে সেলিম ট্রেডার্সে ভেজাল সার বেশি বিক্রি হয়ে থাকে। এখান থেকে কৃষকরা সার কিনে অনেক প্রতারণার শিকার হচ্ছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার সহকারী কৃষি অফিসার মো. আরিফ হোসেন ও জীবননগর থানা পুলিশের একটি দল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে কৃষকদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

আপলোড টাইম : ০৮:২৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২

জীবননগর অফিস: জীবননগরে ভেজাল ও নিম্নমানের সার বিক্রি করার অপরাধে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় নিম্নমানের ও ভেজাল সার উদ্ধার করে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে জীবননগর থানা পুলিশের সহযোগিতায় পৌর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।

জানা গেছে, কৃষকদের অভিযোগের ভিত্তিতে জীবননগর কৃষি অফিস জীবননগর বাজারের নারায়ণপুর মোড়ে অবস্থিত কাওসার আলীর কণা স্টোর থেকে টরি জিংক, পশ্চিম বাজারের নাসির উদ্দীনের মেসার্স মণ্ডল ট্রেডার্স ও আব্দুর রহমানের সেতু এন্টারপ্রাইজ থেকে প্লান্ট দস্তা সারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। উক্ত নমুনা সারে জিংক ৩৬% উপস্থিত থাকার কথা থাকলেও পরীক্ষায় ১৭.৮% উপস্থিতি পাওয়া যায়। ফলে নিম্নমানের ভেজাল সার ব্যবহার করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে আসছিলেন। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর উপজেলা কৃষি অফিস জীবননগর উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কণা এন্টারপ্রাইজ থেকে ১ হাজার কেজি ও সেতু এন্টারপ্রাইজ থেকে ১৫০ কেজি সার জব্দ করেন এবং মেসার্স মণ্ডল ট্রেডার্স কৌশলে নিম্নমানের সার কোম্পানির নিকট ফেরত দেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা ও কোম্পানির নিকট ফেরত দেওয়া মাল হাজির করার শর্তে দোকান সিলগালা করে দেওয়া হয়। এছাড়া কণা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং সেতু এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নাম প্রকাশ না করার শর্তে বেশকিছু কৃষক অভিযোগ করে বলেন, জীবননগর পৌর শহরের দত্তনগর রোডে সেলিম ট্রেডার্সে ভেজাল সার বেশি বিক্রি হয়ে থাকে। এখান থেকে কৃষকরা সার কিনে অনেক প্রতারণার শিকার হচ্ছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার সহকারী কৃষি অফিসার মো. আরিফ হোসেন ও জীবননগর থানা পুলিশের একটি দল।