ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

জীবননগরে ইটভাটার মালিককে ২০ হাজার টাকা জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার শাহাপুরে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল (উপরিভাগের মাটি) কাটার দায়ে এক ইটভাটার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র। অভিযানে সহযোগিতা করেন জীবননগর থানা-পুলিশের সদস্যরা।

জানা গেছে, আন্দুলবাড়ীয়া শাহাপুর গ্রাম থেকে ট্রাক্টরে করে ফসলি জমির উপরিভাগের মাটি তোলা হচ্ছিল। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র। এসময় তিনি দুটি ব্যাটারি ও একটি ট্রাক্টর আটক করেন। পরে ট্রাক্টর এবং ব্যাটারি শাহাপুর ফাঁড়িতে হেফাজতে রাখেন। এসময় খান বিক্সসের (ইটভাটার) মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র বলেন, ফসলি জমির উপরিভাগের মাটি খুবই উপকারী। এই মাটি উত্তোলন করে বিক্রি করা যাবে না। করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত রোববার উপজেলার সন্তোষপুরে নদী থেকে বেআইনিভাবে মাটি তোলার দায়ে চারজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র। এছাড়া আর মাটি কাটবেন না বলে তাঁদের থেকে মুচলেকা নেওয়া হয়। দিন শেষ হতে না হতেই মাটিখেকোরা মাটি কাটায় ব্যস্ত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে ইটভাটার মালিককে ২০ হাজার টাকা জরিমানা

আপলোড টাইম : ০৮:৪৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২

জীবননগর অফিস: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার শাহাপুরে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল (উপরিভাগের মাটি) কাটার দায়ে এক ইটভাটার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র। অভিযানে সহযোগিতা করেন জীবননগর থানা-পুলিশের সদস্যরা।

জানা গেছে, আন্দুলবাড়ীয়া শাহাপুর গ্রাম থেকে ট্রাক্টরে করে ফসলি জমির উপরিভাগের মাটি তোলা হচ্ছিল। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র। এসময় তিনি দুটি ব্যাটারি ও একটি ট্রাক্টর আটক করেন। পরে ট্রাক্টর এবং ব্যাটারি শাহাপুর ফাঁড়িতে হেফাজতে রাখেন। এসময় খান বিক্সসের (ইটভাটার) মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র বলেন, ফসলি জমির উপরিভাগের মাটি খুবই উপকারী। এই মাটি উত্তোলন করে বিক্রি করা যাবে না। করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত রোববার উপজেলার সন্তোষপুরে নদী থেকে বেআইনিভাবে মাটি তোলার দায়ে চারজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র। এছাড়া আর মাটি কাটবেন না বলে তাঁদের থেকে মুচলেকা নেওয়া হয়। দিন শেষ হতে না হতেই মাটিখেকোরা মাটি কাটায় ব্যস্ত।