ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে নারী চোরের দৌরাত্ম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • / ৮২ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েই চলেছে চোরের উৎপাত। প্রতিনিয়ত মোবাইল, নগদ টাকা চুরি করে পালিয়ে যাচ্ছে চোর চক্রের সদস্যরা। এতে করে দিশাহারা হয়ে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীসহ স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহামারি করোনাভাইরাসের টিকা দিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভিড় জমাচ্ছে হাসপাতালে। এই সুযোগে একটি চোরচক্রের মহিলা সদস্যরা হাসপাতালে প্রবেশ করে মোবাইল, নগদ টাকা চুরি করে পালিয়ে যাচ্ছে। গত এক সপ্তাহ যাবৎ এ ঘটনাটি ঘটলেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে গোটা হাসপাতালজুড়ে চুরি আতঙ্ক বিরাজ করছে। গতকাল বুধবার সকালে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামের হতদরিদ্র সিবরা খাতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নেওয়ার জন্য টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়ালে তাঁর ব্যাগে থাকা নগদ ১ হাজার ৪৩০ টাকা এবং একটি সিমফনি মোবাইল ফোন চোর চক্রের সদস্য চুরি করে পালিয়ে যায়। নিজের চিকিৎসার গুছিয়ে রাখা শেষ সম্বল টাকা হারিয়ে দিশাহারা হয়ে পড়েন হতদরিদ্র সিবরা খাতুন।

একই ঘটনা ঘটেছে জীবননগর পৌরসভার আশতলা পাড়ার এক নারীর সাথে। তাঁর ব্যাগের মধ্যে থেকে ২ হাজার ৮ শ টাকা চোর চক্রের সদস্যরা নিয়ে গায়েব। একের পর এক ঘটনা ঘটলেও প্রশাসনিকভাবে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। যার কারণে চোর চক্রের সদস্যরা প্রতিনিয়িত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরণের অপকর্ম করেই চলেছে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটেছে এ বিষয়টি আমরা শুনেছি। গত কয়েকদিন ধরে টিকা দেওয়ার ফলে হাসপাতালে একটু ভিড় হচ্ছে। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে চোরচক্রের সদস্যরা। এ বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। আশা করি খুব শিগগিরই এই চক্রের সদস্যরা আটক হবে।’

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম বলেন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনাটি আসলেই খুবই দুঃখজনক। তবে এই চোরচক্রের সদস্যরা যাতে দ্রুত আটক হয়, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে নারী চোরের দৌরাত্ম

আপলোড টাইম : ০৯:০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২

জীবননগর অফিস:

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েই চলেছে চোরের উৎপাত। প্রতিনিয়ত মোবাইল, নগদ টাকা চুরি করে পালিয়ে যাচ্ছে চোর চক্রের সদস্যরা। এতে করে দিশাহারা হয়ে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীসহ স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহামারি করোনাভাইরাসের টিকা দিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভিড় জমাচ্ছে হাসপাতালে। এই সুযোগে একটি চোরচক্রের মহিলা সদস্যরা হাসপাতালে প্রবেশ করে মোবাইল, নগদ টাকা চুরি করে পালিয়ে যাচ্ছে। গত এক সপ্তাহ যাবৎ এ ঘটনাটি ঘটলেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে গোটা হাসপাতালজুড়ে চুরি আতঙ্ক বিরাজ করছে। গতকাল বুধবার সকালে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামের হতদরিদ্র সিবরা খাতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নেওয়ার জন্য টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়ালে তাঁর ব্যাগে থাকা নগদ ১ হাজার ৪৩০ টাকা এবং একটি সিমফনি মোবাইল ফোন চোর চক্রের সদস্য চুরি করে পালিয়ে যায়। নিজের চিকিৎসার গুছিয়ে রাখা শেষ সম্বল টাকা হারিয়ে দিশাহারা হয়ে পড়েন হতদরিদ্র সিবরা খাতুন।

একই ঘটনা ঘটেছে জীবননগর পৌরসভার আশতলা পাড়ার এক নারীর সাথে। তাঁর ব্যাগের মধ্যে থেকে ২ হাজার ৮ শ টাকা চোর চক্রের সদস্যরা নিয়ে গায়েব। একের পর এক ঘটনা ঘটলেও প্রশাসনিকভাবে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। যার কারণে চোর চক্রের সদস্যরা প্রতিনিয়িত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরণের অপকর্ম করেই চলেছে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটেছে এ বিষয়টি আমরা শুনেছি। গত কয়েকদিন ধরে টিকা দেওয়ার ফলে হাসপাতালে একটু ভিড় হচ্ছে। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে চোরচক্রের সদস্যরা। এ বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। আশা করি খুব শিগগিরই এই চক্রের সদস্যরা আটক হবে।’

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম বলেন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনাটি আসলেই খুবই দুঃখজনক। তবে এই চোরচক্রের সদস্যরা যাতে দ্রুত আটক হয়, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।