ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

জীবননগর বাজারের ব্যবসায়ী আলী আহাম্মদের ইন্তেকাল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
  • / ২৩ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগর পৌর শহরের ভুসিমাল ব্যবসায়ী আলী আহাম্মদ (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইলাহি রাজিউন। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক কন্যা ও স্ত্রী রেখে গেছেন।
জীবননগর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম অলিউর রহমান ইমামতিতে নামাজে জানাজায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র রফিকুল ইসলামসহ জীবননগর বাজারের ব্যবসায়ী, সুধী ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭৯ সালে চুয়াডাঙ্গা সদর উপজেলার গোবরগাড়া থেকে ব্যবসার উদ্দেশ্যে জীবননগর আসেন আলী আহাম্মদ। এরপর থেকে তিনি জীবননগরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। গত বুধবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগর বাজারের ব্যবসায়ী আলী আহাম্মদের ইন্তেকাল

আপলোড টাইম : ০৯:১৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩

জীবননগর অফিস:
জীবননগর পৌর শহরের ভুসিমাল ব্যবসায়ী আলী আহাম্মদ (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইলাহি রাজিউন। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক কন্যা ও স্ত্রী রেখে গেছেন।
জীবননগর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম অলিউর রহমান ইমামতিতে নামাজে জানাজায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র রফিকুল ইসলামসহ জীবননগর বাজারের ব্যবসায়ী, সুধী ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭৯ সালে চুয়াডাঙ্গা সদর উপজেলার গোবরগাড়া থেকে ব্যবসার উদ্দেশ্যে জীবননগর আসেন আলী আহাম্মদ। এরপর থেকে তিনি জীবননগরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। গত বুধবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।