ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

জীবননগর তেঁতুলিয়ায় কসাইদের কাণ্ড, মরা গরু জবাই; প্রতিবাদ করায় চার যুবককে পিটিয়ে জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:

জীবননগর কসাইখানায় মরা গরু জবাই করার প্রতিবাদ করায় চার যুবককে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর পৌর এলাকায় তেঁতুলিয়া কসাইখানায় এ ঘটনা ঘটে। আহত চার যুবক হলেন- তেঁতুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রুবেল, নজুর ছেলে ডলার, মতিয়ারের ছেলে কাজল এবং মৃত খোকনের চেলে নাজমুল।

আহত রুবেল বলেন, ‘আমরা গ্রামের যুবকরা ক্রিকেট খেলার জন্য পশুহাটটি পরিস্কার করার জন্য গিয়েছিলাম। এসময় দেখি জীবননগর বাজারের বেশকিছু কসাই একটি মরা গরু জবাই করছে। এসময় আমরা প্রতিবাদ করলে কাদের ও তুষার নামের দুই কসাই আমাদের মারধর করে এবং তাদের হাতে থাকা ডাসা দিয়ে আমাদের ওপর আক্রমণ করে। পরে আমরা সেখান থেকে পালিয়ে গ্রামের সাধারণ মানুষকে বললে গ্রামের লোকজন ছুটে আসলে কসাইরা মরা গরুটি নিয়ে বাজারে চলে যায়। পরে বিষয়টি জীবননগর পৌরসভার মেয়রকে বলা হলে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন।’

এ বিষয়ে কসাই আব্দুল কাদের ও তুষার বলেন, ‘আমরা কোনো মরা গরু জবাই করিনি। আমরা জীবননগর পৌরসভায় প্রতিদিন খাজনা দিয়ে কসাইখানায় গরু জবাই করি। এছাড়াও কসাইখানায় পৌরসভার একজন লোক মাংসে সিল মারার জন্য থাকে। মরা গরু জবাই করলে সে কি সিল মারবে? প্রতিদিনের ন্যায় আজও (গতকাল) আমরা কসাইখানায় গরু জবাই করতে যায়। যেখানে গরু জবাই করা হয়, সেখানে জায়গা স্বল্পতার কারণে আমরা মাঠের পাশে গরু জবাই করছিলাম। এসময় তেঁতুলিয়া গ্রামের কিছু ব্যক্তি গরু জবাই করতে বাঁধা দেয় এবং আমাদের গালিগালাজ করতে থাকে। আমরা নিষেধ করলে তারা আমাদের ওপর চড়াও হয় এবং আমাদের এক সহকর্মী হাসানুরকে মারধর করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যেই হাতাহাতি হয়।’

জীবননগর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম বলেন, জীবননগর পৌর এলাকার তেঁতুলিয়া গ্রামের কিছু যুবকের সাথে বাজারের কিছু কসাইয়ের হাতাহাতির ঘটনার সংবাদ শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং স্থানীয়দের সাথে কথা বলেছি। আজ শনিবার পৌরসভায় বসে দুই পক্ষকে সাথে নিয়ে এটার সমাধান করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগর তেঁতুলিয়ায় কসাইদের কাণ্ড, মরা গরু জবাই; প্রতিবাদ করায় চার যুবককে পিটিয়ে জখম

আপলোড টাইম : ০৯:৪৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২

জীবননগর অফিস:

জীবননগর কসাইখানায় মরা গরু জবাই করার প্রতিবাদ করায় চার যুবককে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর পৌর এলাকায় তেঁতুলিয়া কসাইখানায় এ ঘটনা ঘটে। আহত চার যুবক হলেন- তেঁতুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রুবেল, নজুর ছেলে ডলার, মতিয়ারের ছেলে কাজল এবং মৃত খোকনের চেলে নাজমুল।

আহত রুবেল বলেন, ‘আমরা গ্রামের যুবকরা ক্রিকেট খেলার জন্য পশুহাটটি পরিস্কার করার জন্য গিয়েছিলাম। এসময় দেখি জীবননগর বাজারের বেশকিছু কসাই একটি মরা গরু জবাই করছে। এসময় আমরা প্রতিবাদ করলে কাদের ও তুষার নামের দুই কসাই আমাদের মারধর করে এবং তাদের হাতে থাকা ডাসা দিয়ে আমাদের ওপর আক্রমণ করে। পরে আমরা সেখান থেকে পালিয়ে গ্রামের সাধারণ মানুষকে বললে গ্রামের লোকজন ছুটে আসলে কসাইরা মরা গরুটি নিয়ে বাজারে চলে যায়। পরে বিষয়টি জীবননগর পৌরসভার মেয়রকে বলা হলে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন।’

এ বিষয়ে কসাই আব্দুল কাদের ও তুষার বলেন, ‘আমরা কোনো মরা গরু জবাই করিনি। আমরা জীবননগর পৌরসভায় প্রতিদিন খাজনা দিয়ে কসাইখানায় গরু জবাই করি। এছাড়াও কসাইখানায় পৌরসভার একজন লোক মাংসে সিল মারার জন্য থাকে। মরা গরু জবাই করলে সে কি সিল মারবে? প্রতিদিনের ন্যায় আজও (গতকাল) আমরা কসাইখানায় গরু জবাই করতে যায়। যেখানে গরু জবাই করা হয়, সেখানে জায়গা স্বল্পতার কারণে আমরা মাঠের পাশে গরু জবাই করছিলাম। এসময় তেঁতুলিয়া গ্রামের কিছু ব্যক্তি গরু জবাই করতে বাঁধা দেয় এবং আমাদের গালিগালাজ করতে থাকে। আমরা নিষেধ করলে তারা আমাদের ওপর চড়াও হয় এবং আমাদের এক সহকর্মী হাসানুরকে মারধর করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যেই হাতাহাতি হয়।’

জীবননগর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম বলেন, জীবননগর পৌর এলাকার তেঁতুলিয়া গ্রামের কিছু যুবকের সাথে বাজারের কিছু কসাইয়ের হাতাহাতির ঘটনার সংবাদ শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং স্থানীয়দের সাথে কথা বলেছি। আজ শনিবার পৌরসভায় বসে দুই পক্ষকে সাথে নিয়ে এটার সমাধান করা হবে।