ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

জীবননগর উথলীতে ফের রাতে বাসে ইট নিক্ষেপ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • / ৩৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার জীবননগরে ফের রাতে বাসে ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দর্শনা ডিলাক্স নামের একটি পরিবহনের সামনের কাচ ভেঙে গেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সাংবাদিক এমআর নয়ন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনা ডিলাক্স নামের একটি বাস মঙ্গলবার রাত ৯টার দিকে জীবননগর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের আমতলা নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা ইট নিক্ষেপ করে। এতে বাসের সামনের কাচ ভেঙে যায়। এসময় বাসের চালক দ্রুত নিরাপদ স্থানে চলে যায়। এতে গাড়ির কোনো যাত্রীর ক্ষয়-ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে জীবননগর থানার অফিসার (ওসি) এস এম জাবীদ হাসানসহ থানা-পুলিশের একটি দল উপস্থিত হয়। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, ‘আমরা এক স্থানে অবস্থান করছিলাম। আজ অন্য স্থানে বাসে ইট নিক্ষেপ করা হয়েছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে চেষ্টা করছি। স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকেরা আমাদের সহযোগিতা করছে।’

উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাতে জীবননগর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের উথলীতে তার টাঙিয়ে রাখা হয়। এর আগে ৫ ডিসেম্বর জীবননগর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের উথলী ইউনিয়নের শিয়ালমারী পশুহাটের কালভার্টের কাছে মাইক্রোবাসে ইট নিক্ষেপ করা হয়। তার আগে ৩ ডিসেম্বর উথলীতে রয়েল এক্সপ্রেস নামের একটি বাসে ইট নিক্ষেপ করা হয়। এতে গাড়িটির সামনের কাচ ভেঙে গিয়েছিল। ওই দিন মাঠের মধ্যে একটি কুঁড়েঘরে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এছাড়া দর্শনা ডিলাক্সের একটি এসি বাসেও ইট নিক্ষেপ করা হয়।

স্থানীয় লোকজন জানায়, উথলী আখ সেন্টার থেকে উথলী ডিগ্রি কলেজ পর্যন্ত রাস্তায় এর আগেও কয়েক দফায় বিভিন্ন যানবাহনে ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। কিন্তু যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে, তারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এ কারণে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বারবার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগর উথলীতে ফের রাতে বাসে ইট নিক্ষেপ

আপলোড টাইম : ১০:৫২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার জীবননগরে ফের রাতে বাসে ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দর্শনা ডিলাক্স নামের একটি পরিবহনের সামনের কাচ ভেঙে গেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সাংবাদিক এমআর নয়ন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনা ডিলাক্স নামের একটি বাস মঙ্গলবার রাত ৯টার দিকে জীবননগর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের আমতলা নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা ইট নিক্ষেপ করে। এতে বাসের সামনের কাচ ভেঙে যায়। এসময় বাসের চালক দ্রুত নিরাপদ স্থানে চলে যায়। এতে গাড়ির কোনো যাত্রীর ক্ষয়-ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে জীবননগর থানার অফিসার (ওসি) এস এম জাবীদ হাসানসহ থানা-পুলিশের একটি দল উপস্থিত হয়। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, ‘আমরা এক স্থানে অবস্থান করছিলাম। আজ অন্য স্থানে বাসে ইট নিক্ষেপ করা হয়েছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে চেষ্টা করছি। স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকেরা আমাদের সহযোগিতা করছে।’

উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাতে জীবননগর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের উথলীতে তার টাঙিয়ে রাখা হয়। এর আগে ৫ ডিসেম্বর জীবননগর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের উথলী ইউনিয়নের শিয়ালমারী পশুহাটের কালভার্টের কাছে মাইক্রোবাসে ইট নিক্ষেপ করা হয়। তার আগে ৩ ডিসেম্বর উথলীতে রয়েল এক্সপ্রেস নামের একটি বাসে ইট নিক্ষেপ করা হয়। এতে গাড়িটির সামনের কাচ ভেঙে গিয়েছিল। ওই দিন মাঠের মধ্যে একটি কুঁড়েঘরে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এছাড়া দর্শনা ডিলাক্সের একটি এসি বাসেও ইট নিক্ষেপ করা হয়।

স্থানীয় লোকজন জানায়, উথলী আখ সেন্টার থেকে উথলী ডিগ্রি কলেজ পর্যন্ত রাস্তায় এর আগেও কয়েক দফায় বিভিন্ন যানবাহনে ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। কিন্তু যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে, তারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এ কারণে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বারবার।