ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

জাতীয় ভোক্তা অধিকরের অভিযানে তিন প্রতিষ্ঠানে জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৩৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • / ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে অধিক মূল্যে পণ্য বিক্রি ও পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের বড় বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযান সূত্রে জানা গেছে, বড় বাজার মুক্তিযোদ্ধা মার্কেটে মেসার্স আল-মদিনা ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে তদারকিতে চিনির বিক্রয় ভাউচার গ্রাহককে সরবরাহ না করে অধিক মূল্যে চিনি বিক্রয়ের অপরাধে মালিক শফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারায় ৭ হাজার টাকা, মেসার্স দেওয়ান স্টোর-এর মালিক আব্দুল খালেককে চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও পুরাতন গলির মধ্যে মেসার্স সরকার ট্রেডার্সে অভিযানে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। চিনির বিক্রয় ভাউচার প্রদান না করে অধিক মূল্যে চিনি বিক্রয়সহ অন্যান্য অপরাধে মালিক শ্রী প্রসেনজিৎ সরকারকে ৪৫ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জাতীয় ভোক্তা অধিকরের অভিযানে তিন প্রতিষ্ঠানে জরিমানা

আপলোড টাইম : ০২:৩৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে অধিক মূল্যে পণ্য বিক্রি ও পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের বড় বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযান সূত্রে জানা গেছে, বড় বাজার মুক্তিযোদ্ধা মার্কেটে মেসার্স আল-মদিনা ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে তদারকিতে চিনির বিক্রয় ভাউচার গ্রাহককে সরবরাহ না করে অধিক মূল্যে চিনি বিক্রয়ের অপরাধে মালিক শফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারায় ৭ হাজার টাকা, মেসার্স দেওয়ান স্টোর-এর মালিক আব্দুল খালেককে চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও পুরাতন গলির মধ্যে মেসার্স সরকার ট্রেডার্সে অভিযানে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। চিনির বিক্রয় ভাউচার প্রদান না করে অধিক মূল্যে চিনি বিক্রয়সহ অন্যান্য অপরাধে মালিক শ্রী প্রসেনজিৎ সরকারকে ৪৫ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।