ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চেয়ারম্যান পদে ১০ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
  • / ২৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
গত ৩১ মে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। তফসিল ঘোষণার পর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জীবননগর উপজেলা রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের একক চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক মির্জা হাকিবুর রহমান লিটন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সিনিয়র সহসভাপতি মীর মকলেচুর রহমান টজো, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহাম্মেদ, ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা হাজী শেখ আসাউল ইসলাম গোলাপ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত একক চেয়ারম্যান প্রার্থী জীবননগর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আতিয়ার রহমান, সাব্দার রহমান বিশ্বাস ও বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত একক চেয়ারম্যান প্রার্থী নায়েব আলী।

আগামী ১৮ জুন মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ জুন এবং প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন। ব্যালট পেপারের মাধ্যমে আগামী ১৭ জুলাই ভোপটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে, চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী হিসেবে এসএম আশরাফুজ্জামান টিপুসহ আরও অনেকের নাম আলোচনায় উঠে এসেছে। উল্লেখ্য, ২০১৬ সালের ২৮ মে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চেয়ারম্যান পদে ১০ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

আপলোড টাইম : ১১:৩০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
গত ৩১ মে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। তফসিল ঘোষণার পর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জীবননগর উপজেলা রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের একক চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক মির্জা হাকিবুর রহমান লিটন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সিনিয়র সহসভাপতি মীর মকলেচুর রহমান টজো, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহাম্মেদ, ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা হাজী শেখ আসাউল ইসলাম গোলাপ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত একক চেয়ারম্যান প্রার্থী জীবননগর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আতিয়ার রহমান, সাব্দার রহমান বিশ্বাস ও বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত একক চেয়ারম্যান প্রার্থী নায়েব আলী।

আগামী ১৮ জুন মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ জুন এবং প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন। ব্যালট পেপারের মাধ্যমে আগামী ১৭ জুলাই ভোপটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে, চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী হিসেবে এসএম আশরাফুজ্জামান টিপুসহ আরও অনেকের নাম আলোচনায় উঠে এসেছে। উল্লেখ্য, ২০১৬ সালের ২৮ মে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।