ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত

প্রতিবেদক, সরোজগঞ্জ:
  • আপলোড টাইম : ১০:৪১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
  • / ২৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহে পেট্রল পাম্পের সামনে জেআর পরিবহনের ধাক্কায় এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত চালক আলমডাঙ্গা উপজেলার নীলমনিগঞ্জের কামরুল হাসান (৪৪)। এসময় পরিবহনের চালক, হেল্পার ও সুপারভাইজার পাঁচমাইল সিপির সামনে পরিবহন থামিয়ে যাত্রীদের রেখে দ্রুত সটকে পড়েন। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মোটরসাইকেল চালক কামরুল হাসান অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তিনি গতকাল শুক্রবার নিজ বাড়ি থেকে সকালের দিকে ঝিনাইদহে এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু মিলনমেলায় অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠান শেষে রাতে তাঁর ডিসকভারি মোটরসাইকেলযোগে ঝিনাইদহ থেকে বাড়িতে ফিরছিলেন। পথের মধ্যে ডিঙ্গেদহ তেল পাম্পের সামনে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা জেআর পরিবহন (ঢাকা মেট্রো ১৪-৫৯৩৪) মোটরসাইকেলকে মুখোমুখী ধাক্কা দেয়। এতে মেইন সড়ক থেকে মোটরসাইকেল পরিবহনের নিচে ছিটকে পড়ে। এ ঘটনায় মোটরসাইকেল চালক কামরুল হাসান গুরুতর আহত হন। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় স্থানীয় লোকজন মোটরসাইকেল চালককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বর্তমানে বাড়িতে নেওয়া হয়েছে। এ ঘটনার পর জেরআর পরিবহনের চালক মোটরসাইকেল চালককে মৃত ভেবে পাঁচমাইল সিপির সামনে গাড়ি থামিয়ে যাতীদের রেখে পালিয়ে যান।

সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিখিল চন্দ্র অধিকারী জানিয়েছেন, পরিবহনের মালিকের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত

আপলোড টাইম : ১০:৪১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১

চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহে পেট্রল পাম্পের সামনে জেআর পরিবহনের ধাক্কায় এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত চালক আলমডাঙ্গা উপজেলার নীলমনিগঞ্জের কামরুল হাসান (৪৪)। এসময় পরিবহনের চালক, হেল্পার ও সুপারভাইজার পাঁচমাইল সিপির সামনে পরিবহন থামিয়ে যাত্রীদের রেখে দ্রুত সটকে পড়েন। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মোটরসাইকেল চালক কামরুল হাসান অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তিনি গতকাল শুক্রবার নিজ বাড়ি থেকে সকালের দিকে ঝিনাইদহে এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু মিলনমেলায় অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠান শেষে রাতে তাঁর ডিসকভারি মোটরসাইকেলযোগে ঝিনাইদহ থেকে বাড়িতে ফিরছিলেন। পথের মধ্যে ডিঙ্গেদহ তেল পাম্পের সামনে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা জেআর পরিবহন (ঢাকা মেট্রো ১৪-৫৯৩৪) মোটরসাইকেলকে মুখোমুখী ধাক্কা দেয়। এতে মেইন সড়ক থেকে মোটরসাইকেল পরিবহনের নিচে ছিটকে পড়ে। এ ঘটনায় মোটরসাইকেল চালক কামরুল হাসান গুরুতর আহত হন। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় স্থানীয় লোকজন মোটরসাইকেল চালককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বর্তমানে বাড়িতে নেওয়া হয়েছে। এ ঘটনার পর জেরআর পরিবহনের চালক মোটরসাইকেল চালককে মৃত ভেবে পাঁচমাইল সিপির সামনে গাড়ি থামিয়ে যাতীদের রেখে পালিয়ে যান।

সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিখিল চন্দ্র অধিকারী জানিয়েছেন, পরিবহনের মালিকের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।