ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা সাহিদুজ্জামান টরিক

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০২:৫১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • / ৩৫ বার পড়া হয়েছে

‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। এ দিবসে জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা হিসেবে চুয়াডাঙ্গার দুইজন প্রবাসী কৃতী সন্তানের নাম ঘোষণা করা হয়েছে। জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা হিসেবে সম্মাননা প্রাপ্ত দুইজন হলেন, চুয়াডাঙ্গার কৃতী সন্তান, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) সাবেক সভাপতি, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক ও নারীদের মধ্যে সৌদি প্রবাসী শ্যামলী খাতুন।

দিবসটি উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাপ্তি হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দক্ষ হয়ে বিদেশ যাওয়া উচিৎ। প্রশিক্ষণ না নিয়ে বিদেশ যাওয়ার কারনে আমাদের রেমিট্যান্স কম আসে। প্রশিক্ষণ নিয়ে অনেক কম খরচে সরকারি ভাবে বিদেশ যাওয়া যায়। বর্তমান সরকার আমাদের সরকারি ভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। মানুষকে জানানোর জন্য আমাদের বেশি বেশি প্রচার প্রচারণা করতে হবে। উঠোন বৈঠকের মাধ্যমে প্রচার প্রচারণা বাড়াতে হবে। সবাইকে দক্ষতা অর্জন করতে হবে। কর্মক্ষেত্রে শুধু দেশকে বেছে নিলে হবে না। আমাদের তরুনদের কাজে লাগাতে হবে। তরুনদের বসিয়ে রাখলে হবে না। দেশের অর্থনৈতিক চাকাকে শক্তিশালী করতে তরুনদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সাজিয়া আফরিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুঁইয়া।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কর্মকর্তা আবু সাঈদ। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা টিটিসির অধ্যক্ষ মোছাবেরুজ্জামান, চুয়াডাঙ্গা প্রবাসী কল্যাণ বাংকের ম্যানেজার ফাতেমাতুজ জোহরা। আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ নারী রেমিট্যান্স যোদ্ধা হিসেবে সৌদী প্রবাসী শ্যামলী খাতুনের পরিবারের সদস্যের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা হিসেবে চুয়াডাঙ্গার কৃতী সন্তান, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) সাবেক সভাপতি, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক জরুরীকাজে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় পরবর্তীতে আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার হাবিবুর রহমান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা সাহিদুজ্জামান টরিক

আপলোড টাইম : ০২:৫১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১

‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। এ দিবসে জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা হিসেবে চুয়াডাঙ্গার দুইজন প্রবাসী কৃতী সন্তানের নাম ঘোষণা করা হয়েছে। জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা হিসেবে সম্মাননা প্রাপ্ত দুইজন হলেন, চুয়াডাঙ্গার কৃতী সন্তান, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) সাবেক সভাপতি, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক ও নারীদের মধ্যে সৌদি প্রবাসী শ্যামলী খাতুন।

দিবসটি উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাপ্তি হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দক্ষ হয়ে বিদেশ যাওয়া উচিৎ। প্রশিক্ষণ না নিয়ে বিদেশ যাওয়ার কারনে আমাদের রেমিট্যান্স কম আসে। প্রশিক্ষণ নিয়ে অনেক কম খরচে সরকারি ভাবে বিদেশ যাওয়া যায়। বর্তমান সরকার আমাদের সরকারি ভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। মানুষকে জানানোর জন্য আমাদের বেশি বেশি প্রচার প্রচারণা করতে হবে। উঠোন বৈঠকের মাধ্যমে প্রচার প্রচারণা বাড়াতে হবে। সবাইকে দক্ষতা অর্জন করতে হবে। কর্মক্ষেত্রে শুধু দেশকে বেছে নিলে হবে না। আমাদের তরুনদের কাজে লাগাতে হবে। তরুনদের বসিয়ে রাখলে হবে না। দেশের অর্থনৈতিক চাকাকে শক্তিশালী করতে তরুনদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সাজিয়া আফরিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুঁইয়া।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কর্মকর্তা আবু সাঈদ। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা টিটিসির অধ্যক্ষ মোছাবেরুজ্জামান, চুয়াডাঙ্গা প্রবাসী কল্যাণ বাংকের ম্যানেজার ফাতেমাতুজ জোহরা। আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ নারী রেমিট্যান্স যোদ্ধা হিসেবে সৌদী প্রবাসী শ্যামলী খাতুনের পরিবারের সদস্যের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা হিসেবে চুয়াডাঙ্গার কৃতী সন্তান, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) সাবেক সভাপতি, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক জরুরীকাজে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় পরবর্তীতে আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার হাবিবুর রহমান।