ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় শিব বাবার মহাপূর্ণস্নান ও নগ্ন পদযাত্রা উদ্যাপন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় শ্রী শ্রী শিব বাবার মহাপূর্ণস্নান ও নগ্ন পদযাত্রা ৫ম বার্ষিকী-২০২২ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা বড় বাজার শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দির থেকে নগ্ন শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি চুয়াডাঙ্গা শহরের শহীদ আবুল কাশেম সড়ক, কবরী সড়ক, কলেজ রোড, কোর্ট রোড হয়ে মলোপাড়া শ্রী শ্রী দূর্গামাতা মন্দিরে পৌঁছায়। সেখান থেকে গঙ্গা জল নিয়ে সংকল্প করে পুরনায় শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দিরে বাবা শিবের মহাপূর্ণস্নান, পূজা ও অভিষেক সম্পন্ন করা হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ মতুয়া হমাসংঘের গোপালগঞ্জ জেলার শ্রীধাম ওবাকান্দি কাশিয়ানির মহাসচিব শ্রী সাগর সাধু ঠাকুর।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কিশোর কুমার আগরওয়ালা, সহসভাপতি প্রশান্ত কুমার অধিকারী, সুরেশ কুমার আগরওয়ালা পিণ্টু, পবিত্র কুমার আগরওয়ালা, সাধারণ সম্পাদক কিশোর কুমার কুণ্ডু, দামুড়হুদা উপজেলার আহ্বায়ক আনন্দ ঘোষ, সদস্যসচিব সনজয় হালদার, জীবননগর উপজেলার আহ্বায়ক প্রশান্ত কুমার, আলমডাঙ্গা উপজেলার সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, পূজা উদ্যাপন পরিষদের কালু ঘোষ, রিপন দে, বাংলাদেশ দলিত পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শোভন দাস, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার উজ্জল অধিকারী, রাড্ডু আগরওয়ালা, বিকাশ আগরওয়ালা, রনজিত আগরওয়ালা, মানিক আগরওয়ালা, লক্ষন দাস, অরবিন্দ হালদার, আনন্দ হালদার, দীপক ঘোষ, ডা. পরিতোষ কুমার ঘোষ, রুদ্র দে, মহন সর্দার, চন্দন বাঁশফোড়, পলাশ আগরওয়ালা প্রমুখ। মহাপূজার পুরোহিত ছিলেন চুয়াডাঙ্গা বড় বাজার শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দিরের পুরোহিত পান্না লাল ত্রিবেধী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় শিব বাবার মহাপূর্ণস্নান ও নগ্ন পদযাত্রা উদ্যাপন

আপলোড টাইম : ০৯:৪৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় শ্রী শ্রী শিব বাবার মহাপূর্ণস্নান ও নগ্ন পদযাত্রা ৫ম বার্ষিকী-২০২২ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা বড় বাজার শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দির থেকে নগ্ন শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি চুয়াডাঙ্গা শহরের শহীদ আবুল কাশেম সড়ক, কবরী সড়ক, কলেজ রোড, কোর্ট রোড হয়ে মলোপাড়া শ্রী শ্রী দূর্গামাতা মন্দিরে পৌঁছায়। সেখান থেকে গঙ্গা জল নিয়ে সংকল্প করে পুরনায় শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দিরে বাবা শিবের মহাপূর্ণস্নান, পূজা ও অভিষেক সম্পন্ন করা হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ মতুয়া হমাসংঘের গোপালগঞ্জ জেলার শ্রীধাম ওবাকান্দি কাশিয়ানির মহাসচিব শ্রী সাগর সাধু ঠাকুর।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কিশোর কুমার আগরওয়ালা, সহসভাপতি প্রশান্ত কুমার অধিকারী, সুরেশ কুমার আগরওয়ালা পিণ্টু, পবিত্র কুমার আগরওয়ালা, সাধারণ সম্পাদক কিশোর কুমার কুণ্ডু, দামুড়হুদা উপজেলার আহ্বায়ক আনন্দ ঘোষ, সদস্যসচিব সনজয় হালদার, জীবননগর উপজেলার আহ্বায়ক প্রশান্ত কুমার, আলমডাঙ্গা উপজেলার সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, পূজা উদ্যাপন পরিষদের কালু ঘোষ, রিপন দে, বাংলাদেশ দলিত পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শোভন দাস, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার উজ্জল অধিকারী, রাড্ডু আগরওয়ালা, বিকাশ আগরওয়ালা, রনজিত আগরওয়ালা, মানিক আগরওয়ালা, লক্ষন দাস, অরবিন্দ হালদার, আনন্দ হালদার, দীপক ঘোষ, ডা. পরিতোষ কুমার ঘোষ, রুদ্র দে, মহন সর্দার, চন্দন বাঁশফোড়, পলাশ আগরওয়ালা প্রমুখ। মহাপূজার পুরোহিত ছিলেন চুয়াডাঙ্গা বড় বাজার শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দিরের পুরোহিত পান্না লাল ত্রিবেধী।